somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

ভীরু..।

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

Choice

লিখেছেন আলোকিত অন্ধকার, ২৬ শে আগস্ট, ২০২১ রাত ৯:১৭



Some love to sell-
Some love to buy.
Some love to smile-
Some love to cry.

Some love to talk-
Some love to listen.
Some love to moarn-
Some love to cheer.

Note: The picture is taken from GOOGLE. বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৮৬ বার পঠিত     like!

সাদা ফুল

লিখেছেন আলোকিত অন্ধকার, ০৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:১৯


বাবারে, তোর লাগি চোক্ষের পানি পড়ে-
চোক্ষের পানি ঝরে তোর লাগি।
এত্ত সুন্দর কেমনে হইলি তুই!
তোর লাগি আমার চশমা-
থাইক্কা থাইক্কা খালি ঘোলা হইয়া যায়।
জানলিনা তুই এই ভালোবাসা।
বুঝলিনা এই বুকের ওম।
চইল্লা গেলি আমার সাদা ফুল।
বাবারে, তোর লাগি চোক্ষের পানি পড়ে-
চোক্ষের পানি ঝরে তোর লাগি।

বিঃদ্রঃ- ছবিটি google থেকে সংগৃহীত...। বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৫৪০ বার পঠিত     like!

যাচ্ছি তবে এবার

লিখেছেন আলোকিত অন্ধকার, ২৩ শে জুন, ২০২১ দুপুর ১:৪১



যাচ্ছি তবে এবার-
থাকা আর হলোনা।
আর কখনো তুমি-
আসতে বলোনা।।

চোখ দুটো আজ-
বর্ষার ছবি আঁকে।
মুছে দিয়ে যেও-
জীবনের বাঁকে

বিঃদ্রঃ- ছবিটি google থেকে সংগৃহীত...। বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৫৪ বার পঠিত     like!

এক আকাশে দুই ঘুড়ি

লিখেছেন আলোকিত অন্ধকার, ১৪ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৫৮


নীল রঙের একটা ঘুড়ি উড়ছিল-
আকাশের নীলের সাথে মিশে গিয়ে।
হঠাৎ দেখলো তার আকাশে একটা-
লাল ঘুড়ি উড়ছে লেজ নাড়িয়ে।

একচ্ছত্র আধিপত্য হারিয়ে নীল ঘুড়িটা-
জ্বলে উঠলো হিংসার আগুনে।
সুচালো মাথা তাক করে তেড়ে গেল-
অবাঞ্চিত আপদটাকে বিদায় করতে।

কিন্তু তাকে দেখে লাল ঘুড়িটার-
সেকি বাঁধভাঙা উচ্ছ্বাস!
লেজ নেড়ে নেড়ে ছুটে এল-
নীল ঘুড়িটাকে অভিবাদন জানাতে।

নীল ঘুড়িটা তীব্র আক্রোশে ছিড়ে
দেয়-
লাল... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১১০ বার পঠিত     like!

টিকে আছি এখনো

লিখেছেন আলোকিত অন্ধকার, ৩০ শে আগস্ট, ২০২০ রাত ১:৪৫



এখনও আমি দাঁড়িয়ে-
সব কিছু মাড়িয়ে।
রাত ভিজুক কুয়াশায়-
আমি ভাসি মেঘমালায়।

হোক তবে কবিতা-
শাবানা আর ববিতা।
উড়ে যাক ঘাম-
কে খোঁজে দাম?


বিঃদ্রঃ- ছবিটি google থেকে সংগৃহীত...। বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১১৯ বার পঠিত     like!

পথের গন্তব্য

লিখেছেন আলোকিত অন্ধকার, ১৬ ই জুলাই, ২০২০ ভোর ৫:৫৫



তুমি কী জান এই পথে কত লোক হাঁটে?
কতগুলো যানবাহন মাড়িয়ে যায় এর ধুলো?
জান না তো, তোমার জানার কথাও না।
তোমরা জান পৃথিবী থেকে চাঁদের দূরত্ব।
বিভিন্ন রাষ্ট্রের প্রধানরা কীসব ভাবেন-
সেসব খবর তোমরা ভালই রাখ।

জবা ফুল কেন লাল হয় আর জোনাকিরা
কেন রাত বিরেতে আলো জ্বেলে ঘুরে বেড়ায়-
এসব খবর সবই তোমাদের জানা।
অবসরে তোমরা... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৩৮ বার পঠিত     like!

জীবন একটা নদী

লিখেছেন আলোকিত অন্ধকার, ০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৫:৫০



আচ্ছা বলতে পার, জীবন কী?
এ আর এমন কী! জীবন একটা নদী।
কেন? এমন কথা বললে কেন?
জীবন আর নদী দুই ই বয়ে চলে।
নদী বয় সমুদ্রে বিলীন হবার লক্ষ্যে
আর জীবন বয় মৃত্যুর ছোঁয়ায় শেষ হতে।
নদী তার চলার পথে বাঁক নেয়
জীবনও একই ভাবে বাক নেয় চলার পথে।

নদীর কি মৃত্যু আছে?
অবশ্যই আছে। "ভোলা" নদীর... বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ৫৭৪ বার পঠিত     like!

প্রজন্মান্তর-এক

লিখেছেন আলোকিত অন্ধকার, ০২ রা জুলাই, ২০২০ রাত ১২:২২



নবীন: আজ একটা মিছিল হবে জানেন?
প্রবীণ: তাই নাকি! কাদের মিছিল?
নবীন: লাশের। নানা রকম লাশের মিছিল।
প্রবীন: লাশের আবার রকম হয় নাকি!
আর তাদেরকে বইবেই বা কারা?

নবীন: অবশ্যই লাশেদের রকম হয়।
আর তারা নিজেরাই নিজেদের বইবে।
প্রবীণ: কী সব গাঁজাখুরি কথাবার্তা!
কেমন রকম হয় শুনি?
সাদা-কালো, ধনী-গরিব?

নবীন: লাশের ধনী-গরিব হয় না।
তাদের পার্থক্য হয় ইতিহাসে।
প্রবীন: তোমার হেঁয়ালি... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ৯৫ বার পঠিত     like!

কেশবতী

লিখেছেন আলোকিত অন্ধকার, ২৪ শে জুন, ২০২০ বিকাল ৪:১১



তেল মাখিয়া, ডাকিল কন্যা-
ভাল বাসিয়া, আনিল বন্যা।
কাছে আসিয়া, ধরিল হাত-
পাশে বসিয়া, কাটিল রাত।

উড়ে চুল, সুগন্ধি ফুল-
বাড়ে ভুল, হারায় কূল।
চোখে চোখ, হৃদয়ে টান-
হাতে হাত, অন্তরে গান।

বিঃদ্রঃ- ছবিটি google থেকে সংগৃহীত...। বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৪৮ বার পঠিত     like!

ঘুড়ি

লিখেছেন আলোকিত অন্ধকার, ১৮ ই জুন, ২০২০ রাত ৯:৫৬



জীবনটা নাচছে-
কষ্টেরা হাঁটছে-
অবসর ডাকছে-
অদ্ভুত লাগছে।

বুঝছি নিজেকে-
খুঁজছি তোমাকে-
হারিয়ে ঘুড়ি-
নিজেই উড়ি

বিঃদ্রঃ- ছবিটি google থেকে সংগৃহীত...। বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৯৬ বার পঠিত     like!

ঢেউ

লিখেছেন আলোকিত অন্ধকার, ০৩ রা জুন, ২০২০ রাত ১:০৫



বুক ভরা ভালোবাসা নিয়ে
নীল আকাশকে পেছনে রেখে
আমি দাঁড়ালাম মাথা উঁচু করে
ভালোবাসাগুলো ফুলে ফুলে উঠে
ভেঙে গিয়ে সাগরের ঢেউ হয়
ফুলে উঠা ঢেউয়ের বুক চিড়ে
রওনা হয় আমার আশার নৌকা
গন্তব্য ধ্রুবতারার মত স্থির হলেও
নৌকা দুলতে থাকে প্রবল ঢেউয়ে
দোদুল্যমান এই নৌকার হাল ধরে
বসে বসে আমি দেখি মহাকাল।
মহাকাল বয়ে চলে নৃশংস নীরবতায়

বিঃদ্রঃ- ছবিটি google থেকে সংগৃহীত...। বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৩৯ বার পঠিত     like!

অভিমান

লিখেছেন আলোকিত অন্ধকার, ১৯ শে মে, ২০২০ রাত ১:৫৫


আজ থেকে তবে-
দুরত্বটাই রবে।
আমি ভাঙবোনা দেয়াল-
অভিমানী মনের খেয়াল।

দেয়ালের ওপার থেকে-
হৃদয়ের গন্ধ চেখে-
যদি বলিস ভালবাসি-
দেখিস কেমন ছুটে আসি

বিঃদ্রঃ- ছবিটি google থেকে সংগৃহীত...।
বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৯৮ বার পঠিত     like!

গাহন

লিখেছেন আলোকিত অন্ধকার, ১০ ই মে, ২০২০ বিকাল ৫:২৮



বৃষ্টি ঝরছে-
মাথায় পড়ছে।
মেঘ গলছে-
জীবন চলছে।

ভিজেছে মাটি-
সাবধানে হাঁটি।
ব্যাঙগুলো গাইছে-
পৃথিবী নাইছে।

বিঃদ্রঃ- ছবিটি google থেকে সংগৃহীত...। বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯১ বার পঠিত     like!

সুপ্ত কবিতা

লিখেছেন আলোকিত অন্ধকার, ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৩৬



ছেলেটা আবার একটা কবিতা লিখছে-
লিখতে লিখতে আবার বাঁচতে শিখছে-
দীর্ঘদিন তাঁর হাতে আসেনি কোন কবিতা-
রক্তে নাচেনি জীবনের জৈবনিক দ্রোহিতা-

আজ কবিতার গন্ধে ভরবে তার বুক।
আবারো সে হয়ে যাবে শব্দভুক।
কামড়ে কামড়ে আজ সে খাবে বর্ষাকাল।
কলমের খোঁচায় উঠে আসবে সাহিত্যের ছাল।

বিঃদ্রঃ- ছবিটি google থেকে সংগৃহীত...। বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৫১ বার পঠিত     like!

কবিদেরও খিদে পায়

লিখেছেন আলোকিত অন্ধকার, ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১০:১০



কবিদেরও নিয়মিত খিদে পায়।
আঘাত করলে তারাও ব্যথা পায়।
প্রেমিকাদের চিমটি তাদের চামড়ায়ও-
আপনাদের মতোই জ্বালা ধরায়।
কান্না চেপে রাখলে তাদের গলায়ও ব্যথা হয়।

অবাক হচ্ছেন?
হ্যা, তাদের কারো কারো প্রেমিকাও হয়।
দুএকটা হতচ্ছাড়া তো বিয়েও করে!
এসব ক্ষেত্রে তারা আর দশটা
সাধারন মানুষের মতোই সাধারণ।

তবে কি জানেন?
তাদের সাথে আপনাদের কিছুটা
পার্থক্য যে একেবারে নেই, তা নয়।
আপনাদের ভাষায়, কিছুটা আদিখ্যেতা
সব... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১২৮ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৮২৩২ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ