
আচ্ছা বলতে পার, জীবন কী?
এ আর এমন কী! জীবন একটা নদী।
কেন? এমন কথা বললে কেন?
জীবন আর নদী দুই ই বয়ে চলে।
নদী বয় সমুদ্রে বিলীন হবার লক্ষ্যে
আর জীবন বয় মৃত্যুর ছোঁয়ায় শেষ হতে।
নদী তার চলার পথে বাঁক নেয়
জীবনও একই ভাবে বাক নেয় চলার পথে।
নদীর কি মৃত্যু আছে?
অবশ্যই আছে। "ভোলা" নদীর নাম শোননি?
নদীর শৈশব থাকে, যৌবন আসে
বুড়ো হয়ে একসময় শুকিয়ে যায়।
খুব সুখে জীবন যেমন আনন্দে দিশা হারায়,
তেমনি নদীও ছলাৎ ছলাৎ আনন্দে
ঘোর বর্ষায় দুই কূল ছাপিয়ে যায়।
জীবনের মত নদীও ক্রমাগত বদলায়।
বিঃদ্রঃ- ছবিটি google থেকে সংগৃহীত...।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৫:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



