
ছেলেটা আবার একটা কবিতা লিখছে-
লিখতে লিখতে আবার বাঁচতে শিখছে-
দীর্ঘদিন তাঁর হাতে আসেনি কোন কবিতা-
রক্তে নাচেনি জীবনের জৈবনিক দ্রোহিতা-
আজ কবিতার গন্ধে ভরবে তার বুক।
আবারো সে হয়ে যাবে শব্দভুক।
কামড়ে কামড়ে আজ সে খাবে বর্ষাকাল।
কলমের খোঁচায় উঠে আসবে সাহিত্যের ছাল।
বিঃদ্রঃ- ছবিটি google থেকে সংগৃহীত...।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



