একটি অগুরূত্বপূর্ন পোস্ট----------------
বড় হওয়ার সঙ্গে সঙ্গে বহুর সঙ্গে মিলিয়ে নেবার, স্বতন্ত্র হয়ে বাড়তে না দেবার বিরাট ষড়যন্ত্র চারিদিকে চলতে থাকে । যে সব বই পড়তে হয়, যে সব নিয়ম কানুন মেনে চলতে হয় তার সবটাই মহাপ্রাচীন, প্রবিণদের তৈরী। যখন আমরা বুঝতে শিখি, তখন থেকে তারা চেষ্টা চালিয়ে যায় যাতে বুঝতে না পারি। যখন থেকে চোখ খুলতে শুরু করে, তখন থেকে আমরা যাতে না দেখতে পাই তার ব্যবস্থাই তারা মেতে ওঠে। পরিবর্তন কে তারা ভয় পায়। আর এটা প্রথম শুরু হয় আমাদের পিতামাতা থেকে। শুনতে আশ্চর্য লাগছে ???????
এটাই সত্যি । তারা কখনোও আমাদের কথা জানতে চাই না, বুঝলেও মানতে চাইনা। আগাগোড়া আমাদের সাথে ছলচাতুরি করে যায়।
পিতামাতারা যা নয় তাই বিশ্বাস করাতে চাই। তারা যা বলে এবং যা করে, যা করা উচিত বলে চেচায়, যা অনায়াসে করে তার মধ্যে বিস্তর ফারাক। আমরা তোমাদের কাছে আর কি শিখব????
তোমরা আমাদের শাসন কর বকো, ধমক দাও ভয় দেখাও ভালবাসো সবকিছু মিলে যাতে তোমাদের কথা শুনি অবাধ্য না হই, বশ্যতা মেনে নেই তার ব্যবস্থা কর। আমরাও তলে তলে অবাধ্যতার সুড়ঙ্গ তৈরী করে নি।
তারা যা হতে পারে নি, আমাদের তাই হতে হবে। তারা উদার হওয়ার আপ্রাণ চেষ্টা করে। তারা আমাদের স্বাধীনতা দিয়েছে (কারও ক্ষেত্রে তো তাও নয়) শুধু দেয়নি বাচবার অধিকার।
জানি এই পোস্ট কেউ হয়ত কেউ দেখবে না। দেখলেও গালি গালাজ করে চলে যাবে। যার যা ইছ্ছা করুক। আমার লিখার ইছ্ছা হল লিখলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



