পৃথিবীতে ব্যর্থতা বলে কিছু নেই!!!!!!!!!! বিশ্বাস হচ্ছে না……… তাহলে নিচের ঘটনাটি পড়ুন।
বিজ্ঞানী এডিসন যখন একটি লাইট বাল্বের জন্য উপযুক্ত ফিলামেন্ট খোজার চেষ্টা করছিলেন তখন একজন লোক জিজ্ঞেস করলেন,”হাজারবার ব্যর্থ হওয়ার পর একজন মানুষের কেমন লাগে??”
এডিসনের তাৎক্ষনিক জবাব ছিল,”আমি ব্যর্থ হই নি। আমি আবিস্কার করেছি যে হাজারটা ম্যাটেরিয়াল ফিলামেন্ট হিসেবে কাজ করে না।
ব্যর্থতা বলে কিছু নেই। ব্যর্থতাকে দেখুন একটু অন্যভাবে। ইতিবাচকভাবে।
আপনি কখনই ব্যর্থ নন। আপনি এখনো সঠিক পথটি খুজে পান নি এটুকুই পার্থক্য। আমরা সবাই পথহারা পথিক। সবাই পথ খুজছে। কেঊ খুজে পেয়েছে আর কেউ পায় নি।
আপনি তখনি ব্যর্থ হবেন যখন সঠিক পথ খোজা বন্ধ করে দিবেন, পথ চলা বন্ধ করে দিবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



