পুরো জাতি কয়েকটি শব্দের মধ্যে আটকে গেছে । কথাবার্তা পক্ষে গেলে ঠিক আছে, পক্ষে না গেলে মারো সিল
“তুই ছাগু তুই রাজাকার”
যারা এই সিল নিয়ে ঘুরছে তাদের চিন্তাধারা যে এককেন্দ্রিক হয়ে গেছে তা বোঝার জন্য অতি বুদ্ধিমান হওয়ার প্রয়োজন হয় না । যাদের চিন্তাধারা এখনো একপেশে হয়ে যায় নি , তারা তাদের স্বাধীন মতামত প্রকাশ করার আগ্রহ হারিয়ে ফেলছে । নিজেরা মুক্ত ব্লগিং করতে এসে নিজেরাই আবার মুক্ত ব্লগিং এর গলা টিপে ধরছি । নিজে সিল তৈরি করে নিজেই তার মুল্যটা কমিয়ে দিচ্ছি যত্রতত্র এর ব্যবহার করে ।
কিছু পাবলিককে দেখি নিজের লেঞ্জাটা বের করে দিয়ে দেখে বেড়াচ্ছে, কার লেঞ্জা বের হয়েছে, কার লেঞ্জা বের হয়েছে ।
থাবা বাবা হত্যার পরপরই বলা হল এটা জামাত শিবিরের কাজ । কিন্তু এটা একটা জোর সম্ভাবনা, কোন রায় নয় । যারা এই হত্যার বিশ্লেষন করতে আসলো, দেখাদেখি নাই মারো সিল “তুই ছাগু তুই রাজাকার” । কারন বিশ্লেষন তাদের পক্ষে যায় নাই ।
তদন্ত , আদালতের কোন দরকার নাই । কিছু পাবলিক এক জায়গায় বসে থাকবে । কোন হত্যাকান্ডের পর সবাই গিয়ে তাদের কাছে বলবে, বাবারা বলেন তো এটা কে করেছে ??? বাবারা একটা রায় দিয়া দেন ।
যদি প্রশ্ন করা হয়, গুরুত্বপুর্ন একটা ঘোষনার দিনে থাবা বাবা কেন শাহবাগে উপস্থিত ছিল না??? এটার উত্তর আপনারা জানলে জানতে পারেন , অন্তত আমার জানা নাই ।
এই তদন্তের রায় আমরা মোটামুটি জানি । জামাত যুক্ত থাকলে তদন্তের ফল জানা যাবে, নয়ত জানার সাধ্য কারো নাই ।
কোন দলের সদস্য হয়ে যদি কেউ ভাবে আমি রাজনীতি খুব ভালো বুঝি । তাহলে বলব আপনার রাজনৈতিক পরিপক্কতার এখনো অভাব আছে । রাজনীতির পিছনের রাজনীতি বুঝতে হলে আপনাকে আরো কয়েকযুগ পার করতে হবে । রাজনীতি দীর্ঘ পরিকল্পনা বাস্তবায়নের একটা উপায় মাত্র । পরিকল্পনা ভালোও হতে পারে, খারাপও হতে পারে ।
শাহবাগের আন্দোলন যদি সরকারের পক্ষে না যেত, তাহলে আমরা কতক্ষন সেখানে টিকতে পারতাম সেটা সকলেই জানি । যারা এর আগে সরকারে ছিল তারা রাজপথে টিকতে পারে নি, আমরা আমজনতা কিভাবে টিকে আছি সেটার ব্যাক্ষা বোধকরি প্রয়োজন নাই ।
ইতিমধ্যে সিল পার্টি রেডি হয়ে গেছে । ভয় নাই, আমি নিরিহ পাবলিক । যতখুশি সিল মারেন । কিছু পাবলিক তো ইতিমধ্যে আমার পোস্টগুলো দেখা শুরু করে দিয়েছে । লক্ষ্য... আমাকে কোন ক্যাটাগরিতে ফেলা যায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



