somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফটো ব্লগ - সুনামগঞ্জ ভ্রমন (Tour plan সহ)

০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সুনামগঞ্জ ট্যুর
লাউডের গড়, জাদুকাটা নদী, বারেক টিলা, নিলাদ্রি / টাকেরঘাট ওরফে বাংলার কাশ্মীর, লাকমাছড়া, তাহিরপুর, টাঙ্গুয়ার হাওড়















Full album দেখতে চাইলে FB link: https://goo.gl/e1TQKq

ঢাকা থেকে ১ দিন দুই রাতেই সম্ভব, তবে একটু আরামে ঘুরতে চাইলে ২ দিনের ট্যুরই ভালো হবে।

ঢাকা থেকে সুনামগঞ্জঃ
মহাখালি থেকে ENA bus এ সুনামগঞ্জ ৫৫০ টাকা। দুর্বল heart হলে শ্যামলী পরিবহন যায়। সম্ভবত সায়েদাবাদ থেকে। রাতে ঘুম চলে গেছিল ENA র rough driving এর কারনে। যদিও আমি মজা পাচ্ছিলাম। একধরনের thrill feel হচ্ছিল।
১ দিনের ভ্রমনের জন্যঃ
ঢাকা থেকে রওনা দিয়ে সুনামগঞ্জ চলে যান রাতেই। ভোরে পৌছাবেন। Breakfast করেই চলে যান সুরমা ব্রীজ, auto bike এ ১০ টাকা, সেখান থেকে CNG / motor bike এ করে তাহিরপুর। ৮০-১০০ টাকা জন প্রতি। প্রথমে টাঙ্গুয়ার হাওড়। তাহিরপুর ঘাটে নেমে নৌকা ভাড়া করতে হবে। ইঞ্জিন চালিত ছোট / বড় নৌকা। পুরো নৌকা ভাড়া পড়বে ১৫০০-৩০০০ টাকা। ১৫০০-৩০০০ dollar চেয়ে বসতে পারে। নৌকার আকার, সময়, মানুষের সংখ্যার উপর ভিত্তি করে এটা ঠিক হয়। এখানে অনেক দামাদামি করতে হবে, নইলে ঠকে যাওয়ার chance আছে। রাতে নৌকায় থাকতে চাইলে খরচ বেশী পড়বে। (এখানে প্রথম প্রশ্ন আসবে safe কিনা। সত্যি বলতে আমি জানিনা। তবে এত মানুষ যখন যাচ্ছে, আর কিছু যখন শোনা যায়নি এখনও safe ধরা যায়) বাজার করে উঠলে নৌকাতেই রান্না করানো যাবে। তবে বাবুর্চি খরচ টাও ঠিক করে নিবেন আগে থেকেই। টাঙ্গুয়ার হাওরে প্রথমে নিয়ে যাবে watch tower. সেখান থেকে চলে যাবেন নৌকাতেই টাকেরঘাট। সেখানে নেমে দেখতে যাবেন বাংলার কাশ্মীর নিলাদ্রি লেকে। কতক্ষণ থাকবেন সেখানে সেটা নির্ভর করছে আপনি রাতে থাকবেন কিনা তাঁর উপরে। এখানে বাজারও আছে। খাওয়া দাওয়া করতে পারবেন চাইলে। সময় থাকলে এখানে ঘুরে আসুন লাকমাছড়া। আমার চোখে দ্বিতীয় বিছানাকান্দি(সিলেট)। motor bike এ যেতে হবে। ৫০-১০০ টাকা পুরো bike ভাড়া। Driver সহ ৩জন চড়তে পারে। Again সময় থাকলে যেতে পারবেন বাড়িক টিলা। খরচ ওই একইরকম। এখানেও motor bike. Motor bike ছাড়া এখানে চলাচলের জন্য আর কিছুই নেই। Bike ভাড়া গুলাও দড়াদড়ি করে নিতে হবে। এরপর ঘাটে ফিরে রাতে না থাকলে তাহিরপুর। তাহিরপুর থেকে রাত ৯ টার মধ্যেই সুনামগঞ্জ এসে বাসে করে ঢাকা।

২ দিনের ভ্রমনের জন্যঃ
হাওড়ে রাত কাটালে উপরের ভ্রমন plan যথেষ্ট, সাথে শুধু হাওড় রাত্রি যাপন যোগ করলেই চলবে। সেটা না চাইলে এবং একটু আরামে ঘুরতে চাইলে আমি আর আমার ভ্রমন সঙ্গিদের plan follow করা যেতে পারে। ঢাকা থেকে সুনামগঞ্জ ভোঁরে পৌছে breakfast. তারপর চাইলে যেতে পারেন লাউডের গড়। auto bike এ জন প্রতি ১০ টাকা। এটা কোনও বিশিষ্ট spot না। কিন্তু পথটা বেশ দেখতে। এমনি শখ করে যাওয়া যেতে পারে যেহেতু আমাদের হাতে সময় আছে। এরপর সেখান থেকে auto তে শহরের আরেকদিকে সুরমা ব্রিজ। জন প্রতি ২০ টাকা। এরপর CNG করে জাদুকাটা নদী। ভাড়া জন প্রতি ৭০-১০০। নদী পাড় হলেই বাড়িক টিলা। সেখানে কিছুসময় বাতাস খেয়ে এবং পাহাড় view দেখে পরবর্তী গন্তব্য নিলাদ্রি লেক। Motor bike এ। পুরো bike ভাড়া ৫০০-১০০ টাকা (ভুলে গেছি exact ভাড়া) সেখানে খাওয়া দাওয়া করা যাবে। কাছেই বাজার আছে। এরপর নিলাদ্রি লেকে গোসল। ইচ্ছামত চুবিয়ে নিন বন্ধুদের। আমাদের হাতে সময় আছে। এরপর একটু বিশ্রাম লেকের পারে। বিকাল হওয়ার পর, যখন সূর্যের তাপ নেই তখন bike এ চলে যান লাকমা ছড়া। সূর্যাস্ত এখানে দেখতেই হবে। লাকমাছড়া দেখতে সিলেটের বিছানাকান্দির মত। পানিতেও নামতে পারেন চাইলেন। আসার পথে কয়লা কাটার কিছু পরিত্যাক্ত company building পড়বে। সেখানে হেটে দেখতে পারেন। একদম India border এর গা ঘেসে। এরপর motor bike ভাড়া করে সরাসরি ফিরে আসুন সুনামগঞ্জ। ভাড়া পুরো bike ৩০০-৪০০। (October 3rd পর্যন্ত জানি সেখানে কোনও থাকার ব্যবস্থা নেই। একটা হোটেল ছিল আগে, যেটা এখন কাস্টমসের দখলে) Besides আমাদের এখানে থাকার দরকারও নেই। সুনামগঞ্জ এসে হোটেল। হোটেল ভাড়া আমাদের ছিল ৩ bed AC - ৮০০ টাকা। রাত কাটিয়ে সকালে CNG তে তাহিরপুর। একদম উপরের মত। তাহিরপুর ঘাট থেকে নৌকা। বিকাল পর্যন্ত ভাড়া করবেন। কথা বলে নিবেন কতক্ষণ এবং কোথায় কোথায় ঘুরাবে। ঠিক না করে নিলে হাওরের মাঝে নিয়ে দাঁড়িয়ে থাকবে। যেহেতু আগেরদিন টাকেরঘাট ঘুরে ফেলেছি তাই নৌকাতে এইদিন আর যেতে হবেনা। এই ব্যাপারে নৌকা ঠিক করার আগেই কথা বলে নিবেন। সারাদিন নৌকায় ঘুরে, মাঝ হাওরে নেমে গোসল করবেন ইচ্ছা মত। কাচের মত স্বচ্ছ পানিতে। সাতার না জানলেও সমস্যা নেই। যেখানে নামাবে ওখানে কিছুটা নামা যাবে। এরপর হাওর দেখে বিকালে তাহিরপুর। তারপর আবার সুনামগঞ্জ ফিরে বাসে ঢাকা।

P.S. CNG তে যাওয়ার সময়, কিংবা bike এ যাওয়ার সময় পথে অনেক সুন্দর জায়গা দেখা যাবে। অনুরোধ করলে তারা দাঁড়াবে। বিরতি নিয়ে দেখতে পারেন, ছবি তুলতে পারেন।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:২৫
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্য জাপানীদের তিমি শিকার!!

লিখেছেন শেরজা তপন, ১৭ ই মে, ২০২৪ রাত ৯:০৫

~ স্পার্ম হোয়েল
প্রথমে আমরা এই নীল গ্রহের অন্যতম বৃহৎ স্তন্যপায়ী প্রাণীটির এই ভিডিওটা একটু দেখে আসি;
হাম্পব্যাক হোয়েল'স
ধারনা করা হয় যে, বিগত শতাব্দীতে সারা পৃথিবীতে মানুষ প্রায় ৩ মিলিয়ন... ...বাকিটুকু পড়ুন

রূপকথা নয়, জীবনের গল্প বলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৭ ই মে, ২০২৪ রাত ১০:৩২


রূপকথার কাহিনী শুনেছি অনেক,
সেসবে এখন আর কৌতূহল নাই;
জীবন কণ্টকশয্যা- কেড়েছে আবেগ;
ভাই শত্রু, শত্রু এখন আপন ভাই।
ফুলবন জ্বলেপুড়ে হয়ে গেছে ছাই,
সুনীল আকাশে সহসা জমেছে মেঘ-
বৃষ্টি হয়ে নামবে সে; এও টের... ...বাকিটুকু পড়ুন

যে ভ্রমণটি ইতিহাস হয়ে আছে

লিখেছেন কাছের-মানুষ, ১৮ ই মে, ২০২৪ রাত ১:০৮

ঘটনাটি বেশ পুরনো। কোরিয়া থেকে পড়াশুনা শেষ করে দেশে ফিরেছি খুব বেশী দিন হয়নি! আমি অবিবাহিত থেকে উজ্জীবিত (বিবাহিত) হয়েছি সবে, দেশে থিতু হবার চেষ্টা করছি। হঠাৎ মুঠোফোনটা বেশ কিছুক্ষণ... ...বাকিটুকু পড়ুন

আবারও রাফসান দা ছোট ভাই প্রসঙ্গ।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১৮ ই মে, ২০২৪ ভোর ৬:২৬

আবারও রাফসান দা ছোট ভাই প্রসঙ্গ।
প্রথমত বলে দেই, না আমি তার ভক্ত, না ফলোয়ার, না মুরিদ, না হেটার। দেশি ফুড রিভিউয়ারদের ঘোড়ার আন্ডা রিভিউ দেখতে ভাল লাগেনা। তারপরে যখন... ...বাকিটুকু পড়ুন

মসজিদ না কী মার্কেট!

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৮ ই মে, ২০২৪ সকাল ১০:৩৯

চলুন প্রথমেই মেশকাত শরীফের একটা হাদীস শুনি৷

আবু উমামাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ইহুদীদের একজন বুদ্ধিজীবী রাসুল দ. -কে জিজ্ঞেস করলেন, কোন জায়গা সবচেয়ে উত্তম? রাসুল দ. নীরব রইলেন। বললেন,... ...বাকিটুকু পড়ুন

×