আতাউল্লাহ আরাবী
সবাই দৃষ্টি মেলে স্বার্থের পানে
আমি শুধু ছুটে যাই ভালোবাসার টানে
হৃদয় স্বপিলাম তাই শুধু তোমাকে
নিঃস্বার্থ ভালোবাসায় পাবে আমাকে
নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে চেন
চেনার পথে কোন ভুল না হয় যেন
কিছুই পাবার আকাংখা নাহি যার
সেই যোগ্য তব ভালোবাসা পাবার
যে হবে সদা তব কল্যান কামী
তার পৃথিবীতে তুমি সবচেয়ে দামী
তব কাছে তার শুধু একটাই আশা
পাবে কিছু প্রেম-প্রীতি, স্নেহ -ভালোবাসা।
আর স্বার্থের ভালোবাসা চিনার উপায়
মনোযোগ দিয়ে শোন বলছি তোমায়
আবেগ যেখানে তব দেখাবে হাজার
মন তার অভিলাশী একাকী পাবার
মধু পান শেষে তব রেখে যাবে ছেড়ে
নকল ভালোবাসায় তুমি যাবে হেরে।

সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



