আতাউল্লাহ আরাবী
বাবা আমার অতি আপন অতি শ্রেষ্ঠ জন
বাবার জন্য লিখতে কিছু চাচ্ছে আমার মন
বাবা হলেন সন্তানদের সেরা মহাজন
বাবা ছাড়া সন্তানদের কে আছে আপন
শ্রদ্ধা ভরে বাবার কথা করি যে স্বরন
সন্তানদের রেখে বাবার হয়না যেন মরন
বাবার মত প্রিয় মানুষ হয়না কেহ আর
সদা আমি কল্যান কামী প্রিয় এ বাবার
অবশেষে আল্লাহর কাছে করি মুনাজাত
বাবার যেন শেষ ঠিকানা হয় উচু জান্নাত
সকল সন্তান বাবার স্নেহময় ছায়ায় লালিত হোক,
আর বাবার সম্মানকে উজ্জল করুক এই প্রত্যাশায়।
আতাউল্লাহ আহমাদ

সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



