আতাউল্লাহ আরাবী
আল্লাহ তোমার প্রিয় বান্দা হযরত মুহাম্মাদ
তোমার রহমে আমরা হয়েছি শেষ নবীর উম্মত
তাহার উছিলায় আমরা পেয়েছি সত্য সরল পথ।
তোমার নবীকে স্বীকার করেনি যারা কাফির মুশরিক
নবীকে পেয়েও পেলোনা হেদায়াত তাহাদের শত ধিক
না দেখেও মোরা মেনে নিয়েছি তাহার দেখানো পথ।
রাসূল আমাদের জানিয়েছেন ইসলাম সঠিক ধর্ম
নামাজ রোজা হজ্ব যাকাত এসব আমাদের কর্ম
আল্লাহকে পাওয়ার একটাই পন্থা ইসলামী শরিয়ত।
রাসূল মোদের বলে গেছেন তোমার হুকুম মানতে
তোমার হুকুম না মেনে কেও পারবেনা স্বর্গে যেতে
তোমার প্রিয় হাবীব তিনি আমরা তার উম্মত।
২৯-১-২০১৪

সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



