আতাউল্লাহ আরাবী
আমরা দুচোখে যাকিছু দেখি সবকিছুরই স্রষ্টা তুমি,
তোমার হুকুমে হয়েছে সবি তোমার উপমা শুধুই তুমি।
প্রভাতে সূর্য উঠে লালিমা হয়ে আলোকিত করে চারিধার,
আবার অস্ত হয় গোধুলি বেলায় সবখানে হয়যে আধার
দিবা-রজনীর পালাক্রমের উৎস খুজে দেখি শুধুই তুমি(ঐ)
সবুজ গাছের সবুজ ডালে কত বর্ণের ফুল ফুটে প্রভাতে
হাসনেহেনার মত আরোও কত ফুল গন্ধ বিলিয়ে যায় সন্ধারাতে।
এসবের কারিগর আর কেহ নয় একমাত্র গ্রভু শুধুই তুমি (ঐ)
রাতের আকাশে ভাসে চন্দ্রতারা হিরা মুক্তার যেন বসেছে মেলা
জোনাকিয়া মিটিমিটি আলো জ্বেলে রাতের আধারে যেন করছে খেলা
নয়ানভিরাম এই দৃশ্য সবি একমাত্র প্রভূ গড়েছ তুমি। (ঐ)
পর্বত চূড়া হতে ঝর্না নামে ভোর বেলা ঘুম ভাঙ্গে পাখির গানে,
আকাবাকা নদী ছুটে সাগর পানে তুমিই স্রষ্টা তার শুনি কলতানে
বৈচিত্র এই সৃষ্টি ধারার স্রষ্টা শুধু আল্লাহ তুমি।(ঐ)

সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



