হৃদয় জুড়ে দুঃখ শত কান্না অবিরত,
মুখের হাসি হেসে লুকাই বুকের জ্বালা ক্ষত ।
জীবন স্রোতে ডুবে তরী ভাসে বারংবার,
জীবন জুড়ে ছুটে বেড়াই সপ্ত পারাবার!
কত জনের দুঃখ কত দুঃখ আমার ভিন্ন,
দুঃখ তীরে আনন্দ মোর বিষম জরাজীর্ণ !
দুঃখ আমার ভালবাসায় দুঃখ হাসি কান্নায়,
দুঃখ আছে অন্য রকম ভাসতে সুখের বন্যায় ।
দুঃখ আসে স্বপ্ন মাঝে দুঃখ দিনে রাতে,
দুঃখ আসে ভর দুপুরে দুঃখ আসে প্রাতে ।
দুঃখ ঝরে শব্দ চাষে দুঃখ কাব্য কথায়,
দুঃখ থাকে নানান কাজে দুঃখ কবিতায় ।
প্রেম দিতে জনম আমার প্রেম পেতে আসা,
প্রেমের লাগি জনম ভরে এতো কাঁদা হাঁসা !
সে প্রেম পাইনি বলে দুঃখ করি চাষ,
আমার প্রেমের স্বপ্ন করে দুখের সাথে বাস ।
প্রেমের লাগি ছন্নছাড়া প্রেমের তরে ফেরা,
প্রেমের লাগি যতন তবু দুঃখ গোলা ভরা !
লোকে আমায় যাহাই ভাবুক প্রেমই আমার ধ্যান,
প্রেমের মাঝেই পাবো খুঁজে তত্ত্ব কথার জ্ঞান ।
দুঃখ দিয়ে আমায় যদি চাও গো পেতে সুখ,
দুঃখ সয়ে প্রেমের ঋণে ভরবো তোমার বুক ।
দুঃখ ছাড়া সুখকে মাপার নাইরে কোন তুল্য,
দুঃখ সয়েই মানব জনম হয় যে অমূল্য ।
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
৯ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ
বিকেলঃ ০৫.৪০ মিনিট ।