ঝাঁঝালো দুপুরে বয় মধুময় বাতাস,
স্বপ্নময় হাসি দিয়ে আশা ফেলে শ্বাস।
হৃদয় বাসনার মাঠে ফাগুন গন্ধ ছড়িয়ে,
অবারিত বসন্ত দেয় হৃদয় মন ভরিয়ে ।
জীবনের স্রোতে কত গত হওয়া বসন্ত,
রাখিনি হিসেব তার, জানা নেই অন্ত!
আজিকার বসন্তের নূতন হাওয়ায়,
এই যেন পেল পথ, বুঝি আবার হারায় ।
সংশয়ে সংকল্প যেন না যায় ভেঙে আর
নব বসন্ত সেই প্রত্যয় শেখালো পুনর্বার ।
রচি পথ গাঁথি মালা বসন্ত ফুলে,
ফিরিবো স্বপ্ন ডিঙায় প্রাপ্তিতে দুলে ।
একদিন মধুমাস আসিবে জানি,
বসন্ত শেষে তার হয় কানাকানি ।
আষাঢ়-শ্রাবণে যেন না কাটে রেশ,
হেমন্ত-শীতের শেষে ফাগুন আবেশ ।
পাঞ্জাবী, তেলেগু, হিন্দি কি বাংলায়
সব লিপিতেই দেখো হসন্ত শোভা পায়।
বসন্তও শোভা পাক প্রতিটি জীবনে,
ফাগুন সে লেগে থাক জীবনের প্রতি ক্ষণে ।
(পুনশ্চঃ কবিতা নিজের লেখা, ছবিও নিজের তোলা)
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
১৩ ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ ।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০২৩ রাত ১০:৫৩