ফলাফল= ইউরোগুয়ে: ৩ প্যারাগুয়ে:০
প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট: সুয়ারেজ
প্যারাগুয়ের খেলা আসলে মূলত কাউন্টার এটাক ভিত্তিক। কিন্তু খেলার শুরুতেই সুয়ারেজের গোলে ইউরোগুয়ে এগিয়ে গেলে প্যারাগুয়ে খেলা পরিবর্তন করতে বাধ্য হয়। একারনেই শেষ পর্যন্ত ৩-০ তে হেরে যায়। মূলত ফোরলেন-সুয়ারেজের যৌথ আক্রমন ঠেকানোর মত সামর্থ প্যারাগুয়ের ছিল না। আমার মতে ইউরোগুয়ে যোগ্য দল হিসেবেই কোপাআমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে। পরবর্তি কোপাআমেরিকা অনুষ্ঠিত হবে ব্রাজিলে ২০১৫ সালে।
আরেকটা বিষয় হচ্ছে, এবারের খেলা সম্প্রচারের সময় গুগলের মার্কেটিং। খেলার মাঝেও টিভির পর্দা ছোট করে গুগল ক্রোমের বিজ্ঞাপন ছিল খুবই বিরক্তিকর। গুগল মনে হয় ব্রিটিশদের পথ অনুসরন করছে। ব্রিটিশরা যেমন তাদের নিজ দেশে গণতন্ত্র বজায় রেখে সারাবিশ্বে উপনিবেশ স্থাপন করে অত্যাচার, নির্যাতনের মাধ্যমে সম্পদশালী হয়েছে; ঠিক তেমনি গুগলও তাদের সার্চ ইঞ্জিন সাইটের মূলপাতায় বা মেইল সার্ভিসে কোন দৃষ্টিকটু এ্যাড না দিয়ে অন্যসব জায়গাতে বিজ্ঞাপন দিয়ে গেরিলা মার্কেটিং এ ব্যাস্ত।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১১ সকাল ১০:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




