ঘাসফড়িং সব চিল নিয়ে গেল
আমার অভিমানে থাকা কবিতার খাতা,
এলোমেলো চলা জীবনের পাতা।
মৃদু আলোতে প্রাণ খুঁজে ফিরে,
কল্পনাতে সুখ,
বুকের মাঝে চিন চিন করে,
ভেসে তুলে কিছু মুখ।
বদলে যাওয়ায় কোন এক হাওয়া,
শিখায় আমায় ছুটে চলে যাওয়া।
নিয়তি আমায় গল্প শোনায়,
নিরবতা আজ, অযথা হাসায়!
স্বপ্ন গুলো গল্প হয়ে,
রংধনু তার এক রং নিয়ে,
শেখায় আমায় পালিয়ে যেতে,
নিজের কাছ থেকে দূর,... বাকিটুকু পড়ুন
