আমার পরিচিত এক ব্যক্তি আছেন, তার সাথে প্রায় ২০ বছর আগে একটি ঘটনা ঘটে।
তার একটি সমস্যা ছিল, সে মানুষের কাছ থেকে টাকা ধার নিত কিন্তু ফেরত দিতে চাইত না! এটি সে অভাবের কারণে করত, নাকি স্বভাবগত কারণে তা আমি জানি না।
যাই হোক, একবার সে একজন মোটামুটি প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে টাকা ধার নিয়ে তাকেও ঘোরাতে থাকে। একদিন ওই প্রভাবশালী ব্যক্তি তার পায়ে রশি বেঁধে রিকশা/ট্রলির পিছনে করে তাকে টেনে হিঁচড়ে নিজের বাড়িতে নিয়ে যায় এবং আটকে রাখে।
এই ঘটনার পর থেকে কারো সাথে সামান্য হাতাহাতি হলেই সে প্রচার করতে থাকত যে বিবাদের এক পক্ষ অন্য পক্ষকে পায়ে রশি বেঁধে রাস্তায় রাস্তায় ঘুরিয়েছে। যদিও বাস্তবে কেবল ঝগড়া বা সামান্য হাতাহাতিই হয়েছে।
মজার বিষয় হলো, বর্তমান সময়ে আওয়ামী লীগের অবস্থাও প্রায় একই! তাদের নেত্রী পালানোর পর থেকে দেশে কিছু ঘটলেই তারা প্রচার করতে থাকে............
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




