। নিজেকে দেওয়া নামটা সামহোয়্যারইন-ই কেমন দেখায় সেটা দেখার জন্য শেষ পর্যন্ত অ্যাকাউন্ট খুলেই ফেললাম। এখন লিখতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে
নিজের নামটা দেখে চমকে উঠলাম! গল্পে পড়েছিলাম কয়েদীদের নাকি নাম্বার ধরে ডেকে ডেকে নাম ভুলিয়ে দেওয়া হয়; অমিতাভের এক সিনেমায় তার নাম্বার ছিল 969 [মনে হয়
মুসলমানদের লাকি নাম্বার] কিন্তু সামহোয়্যারইন অদ্্বিতীয়কে দাঁড়ি, কমা, সেমিকোলন সহ এমন একটা বিদঘুটে নাম দিল যেটা ধরে পাগল ছাড়া আর কেউ ডাকবে না!
ঘন্টাখানেক লাগল এইটুকু লিখতে
নিজের ধৈর্য দেখে নিজেই অবাক হচ্ছি! অদ্ভুত নাম দেখে মনে হয় কেউ কেউ উঁকি দিয়ে গেছেন কিন্তু গালি দেওয়ার সুযোগ পান নি। দিলেও কিছু মনে করব না। আমি নিজেই প্রথমে ভেবেছিলাম "এ কোন চিড়িয়া!"
এখন মনে হচ্ছে এই জায়গা আমার জন্য না। এইভাবে লিখতে থাকলে যেটুকু বাংলা খেয়াল আছে সেটুকুও ভুলে যাব (আম্মাআআ) আমার জন্য Blogger-ই ভাল। মনের সুখে ঘ্যান ঘ্যান করতে পারি
অ্যাডড্রেস রেখে যাচ্ছি, ঘুম না আসলে দেখতে পারেন
http://auditio.blogspot.com
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০০৬ রাত ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




