
Daft Punk-এর গান হয়তো অনেকেই শুনেছেন, অনেকে শুনেন নাই। এরা হল এক ফ্রেঞ্চ ইলেক্ট্রনিক মিউজিক duo, যারা তাদের মিউজিকের জন্যে বেশ অনেকগুলি পুরষ্কার জিতেছে এখন পর্যন্ত। এই তো ২০১৩ সালে তাদের বের করা এলবাম Random Access Memories-এর জন্যে ও তার কয়েকটা গানের জন্যে Grammy Awards-ও জিতে নিয়েছে!
Daft Punk-এর দুই সদস্যের দুজনেই দুটি হেলমেট পরে থাকে। কোন প্রোগ্রাম বা অনুষ্ঠানে নিজেদের মুখ কখনই দেখায় না, আর এরকম হেলমেট পরে থেকে তাদের ইলেক্ট্রনিক/রোবোটিক মিউজিকের স্বাদটা চাক্ষুষভাবেও সবার কাছে পৌঁছে দেবার জন্যে
তো হঠাত Daft Punk নিয়ে আলোচনা করছি কেন? করছি কারণ তাদের Discovery নামক এলবামের সবগুনি গান নিয়ে ২০০৩ সালে একটি আনিমে মুভি রিলিজ পায়, নাম Interstella 5555: The 5tory of the 5ecret 5tar 5ystem। চারজন এক্সট্রাটেরেস্ট্রিয়াল মেম্বারের একটি ব্যান্ডের কাহিনী নিয়ে মুভিটি তৈরি হয়।
মুভিটির কাজ Daft Punk করেছে তাদের ছোটকালের স্বপ্নের হিরো Leiji Matsumoto এর সুপারভিশনে।
পুরা মুভিটা আসলে বলতে গেলে Discovery এলবামটির একটা মিউজিক ভিডিও। তারপরেও, Space Battleship Yamato, Captain Harlock, Galaxy Express 999 এর মাঙ্গাকার সুপারভিশনে বানানো যেহেতু, তাই এর কোয়ালিটি বেশ ভাল হয়েছে।
তাই বেশ চমৎকার ইলেক্ট্রনিক মিউজিক শুনার তালে তালে একটি আনিমে মুভি দেখে ফেলার ইচ্ছা থাকলে দেখে নিতে পারেন Interstella 5555 নামক মুভিটি
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



