
গুণী লিরিসিস্ট রানা ভাইয়ের আজ জন্মদিন। ফেসবুকে ফ্রেন্ড না হওয়ায় খবরটা একটু দেরীতে পেলাম। স্বৈরাচারী থুক্কু ৯০০চারী নকায় বলল উইশ করছেন? আমি বললাম কাকে? বলে রানা ভাইকে। আমি একবার জিব কাটলাম। ওনার ব্লগে গিয়ে দেখি বার্থডের কোন সাইন নাই। যদিও বার্থডের বেলুন থাকলেও অলস আমি খবর পেতাম না।
যাই হোক মায়াবী লিরিসিস্ট নস্টালদার আজ জন্মদিন। আজ থেকে বহু বছর আগে এই পঁচা পৃথিবীতে এসে বেদনাক্লিস্ট মানুষদের একটু হলেও সুরের মূর্ছনায় ভাসিয়ে দিয়ে নিজের ছোট্ট লাইফটাকে একটু একটু করে স্বার্থক করে চলছেন।
যারা নস্টালদার লিরিকের গান শুনেন নি তাদের জন্য লিংক
তার লেখা পরী গানটাও অসাধারন।
সবসময় নস্টালজিয়ায় ভুগতে থাকা এই কবির সহজ সরল আর মায়াবী লিরিক গুলো মনকে দূর আকাশে ডানা মেলাবেই।
হ্যাপি বার্থডে টু দ্যা প্রেসিডেন্ট অব গ্রেট ইনসমনিয়াক ক্লাব
যদিও আমি বহুদিন আগে ওনার ক্লাবে সদস্যপদ দাখিল করেছিলাম। কিন্তু ওটা গৃহীত হবার কোন লক্ষন আজ পর্যন্ত দেখতে পেলাম না
শেষ মেষ একটা কথা বলতে চাই।
সবাই বলে বয়স বাড়ে
আমি বলি, বাড়ে রে
এটা অবশ্য আমার কথা না কবিরই কথা
লেটস পার্টিইইই
সরি। এখন রোযা চলছে বিধায় কোন প্রকার খাবার দাবারের ফডুক দেয়া গেল না
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



