
১৯৬৯ এর গণআন্দোলনে’র ইতিহাস পড়েছি।
১৯৭১ এর মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েছি।
১৯৭৫ এর শেখ মুজিব হত্যাকান্ডে’র কথা শুনেছি।
১৯৯০ এর এরশাদ পতন আন্দোলন দেখেছি।
২০২৪ এর হাসিনা পতন আন্দোলন এইমাত্র দেখলাম।
কিন্তু কখনও দেশে এত ভয়ংকর জঙ্গিবাদের উত্থান দেখিনি, মৌলবাদীদের এত বিপুল ধ্বংসযজ্ঞ দেখিনি। মনে হচ্ছে ছাত্র আন্দোলন সম্পূর্ণই ছিল বাংলাদেশকে ইসলামি স্টেইট এর হাতে তুলে দেয়ার আন্দোলন।
বাংলাদেশি তালেবানরা যেন দেশের সমস্ত জাদুঘর, ভাষ্কর্য, মুক্তিযোদ্ধাদের ভাষ্কর্য, ছবি, স্মৃতি, বীরশ্রেষ্ঠদের যা কিছু স্মৃতি, স্মৃতিস্তম্ভ, মিউজিয়াম, ভাষ্কর্য সব ভেঙ্গে গুঁড়ো করতে পারে, পুড়িয়ে ছাই করতে পারে, তার-ই আন্দোলন। বাংলাদেশি তালেবানরা হিন্দুদের, আহমদিয়াদের এবং সংখ্যালঘুদের বাড়িঘর পুড়িয়ে ছাই করে দিয়েছে। ইউনুস সাহেব ছাত্রদের খুশি করতে বলছেন তিনি ছাত্রহত্যার বিচার করবেন। একবারও বলেননি যারা দেশজুড়ে ধ্বংসযজ্ঞ করছে, তাদের বিচার করবেন। তাহলে কি তিনিও চাইছেন দেশটা চলে যাক মৌলবাদী ইসলাম পন্থিদের হাতে? দক্ষিণ এশিয়ায় প্রতিস্টিত হোক আরেকটি ইসলামিক স্টেইট?
অনভিজ্ঞ ছাত্ররা রাস্তা ঝাড়ু দিচ্ছে, ট্রাফিক সামলাচ্ছে, বাজার মনিটর করছে আর জঙ্গিরা দখল ক’রে নিচ্ছে দেশ আর চিৎকার করে জানিয়ে দিচ্ছে, দেশে ইসলামের পতাকা উড়বে।
মনে রাখুন,
ইউনুস সাহেবদেরকে এখন এই মৌলবাদী তালেবানদের আদেশ পালন করতে হবে, নয়তো জঙ্গিদের হাতে খুন হয়ে যেতে হবে।
জনতার বিবেক জেগে উঠতে হবে; সবটুকু সময় ফুরিয়ে যাবার আগেই!


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


