পথে প্রান্তরে শুধু নদীর দেখা পাই
কী দুঃখে বয়ে যায়
তপ্ত মাটির বিগলিত ব্যথা
অশ্রু নহর ছোটে ভীষণ নিঃস্তব্দ শব্দে
কী যেন বলতে চায়
নাব্য জলে ভেসে যায় অস্ফুট কথা।
সন্ধ্যায় ছুটে চলে রক্তধারা
লাল আকাশের মতোই চাড়া দেয় ক্ষত
বেদনা ভাসে স্রোতে
নীলশিখা তারাভরা রাতে
ভেসে যায় সুদূরের পথে।
পথে প্রান্তরে শুধু নদীর দেখা পাই
কী শ্রান্তিতে বয়ে যায়
দূর পাহাড়ের পুঞ্জীভূত ভাষা
বিবৃত সংগীতে মূর্চ্ছনা খোজে অবিরাম।
পথে প্রান্তরে শুধু নদীর দেখা পাই
তীরভাঙ্গা মানুষগুলোর মুখে
শুকনো চোখের ভেতর সমুদ্র জাগে
তার বেদনার জলে জন্ম নিয়েছে আজ
শত সহস্র নদী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



