চারিভিতে চিৎকার- চেঁচামেঁচি;
কলরোল ওঠে প্রতীচীর দেশ থেকে
প্রাচ্যের চিরান্ধ কোনো নগরে-
কী হলো? কী হলো?
তাজিনডং বুঝি চড়ে বসলো
চিরনীহার এভারেস্টের শিরোভাগে।
নাকি সাহারায় জেগেছে আজ চিরহরিৎ বসন্ত?
লোহিতের লালে লাল বুঝি আজ
বঙ্গের নীলে গর্ভিত।
চিৎকার- চেঁচামেঁচি চারিভিতে;
উত্তোলনের ভারে জর্জরিত নগরে
জলাবর্তের ধ্বনিতে ধ্বনিতে
উন্নয়নের দুর্বহ বাণী।
অথচ উন্মীলিত চোখ দেখে যায়
শত শত জবুথবু মুখ,
হাজারে হাজারে
লাখে লাখে;
ঘুমন্ত প্লাটফর্মের মেঝেতে-
হাড়ের থরোথরো কম্পনের
চিহ্ন এঁকে যায়
ছেঁড়া কাঁথায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



