"উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে,
তিনিই মধ্যম যিনি চলেন তফাতে"।
আমি মধ্যম।তফাতে চলি।যে কোন দৃশ্য চেয়ে চেয়ে দেখার এক অপূ্র্ব ক্ষমতা আমার ঈশ্বর প্রদত্ত।চোখের সামনে অন্যায় দেখে প্রতিকার তো দূরে থাক,প্রতিবাদ ও করতে পারিনা।
সন্ধ্যার আগে আগে বাসা্য ফিরছি।বাসে উঠলাম।সন্ধ্যার আগে বাসে তাই ভিড়।যে যেভাবে পারছে উঠছে।ভাড়া ৫টাকা।হেলপার ৮টাকা ভাড়া আদা্য করছে।বাসায় তো ফিরতে হবে সবার।তাই সবাইকেই একধরনের জিম্মি করে এই কাজ।সবাই তাই দিচ্ছে।কেউ কিছু বলছেনা।খেয়াল করে দেখলাম আমি একাই মেয়ে।অন্য সব পুরূষেরা কিছু বলছেনা।তাই কিছু বলার সাহসই পেলাম না।
রাস্তায় দেখছি একজন লোক অযথাই কোন এক রিক্সাওয়ালাকে থাপ্পড় দিল।খারাপ লাগল কিন্তু কিছু বলতে পারলাম না।
গন্তব্যে যাব। বসে আছি টেম্পোতে।কেউ একজন পেছন থেকে ওড়না ধরে টান দিল।বুঝতে পারলাম কিন্তু কিছু বলতে পারলাম না।
আমার এক বান্ধবী আমাদের লাইব্রেরীতে ফেসবুক ব্যবহার করে মনের ভুলে লগ আউট করেনি।তার খেসারত কেউ একজন তার স্ট্যাটাস এ অশ্লীল কথা লিখে দিল।তার অনুমানে আমরা বুঝতে পারছি এটা কার কাজ হতে পারে।কিন্তু কিছুই বলতে পারলামনা।
অনেকেই হ্য়ত বলবেন কেন প্রতিবাদ করেন না?আসলে পরিস্হিতিতে না পড়লে কিছু বুঝা যায়না।কেন যে একটু সাহস পাইনা!!আমরা অন্যের অবস্হায় গলা ফাটাতে পারি কিন্তু নিজের পরিস্হিতি সামাল দিতে হিমশিম খাই।এই আমাদের অবস্থা,কারন ঐ যে বলেছি আমি মধ্যম।প্রাণ যেতে পারে কিন্তু শাণ যেন না যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


