somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরজ আলী মাতব্বর: আমাদের সক্রেটিস

১৮ ই সেপ্টেম্বর, ২০০৬ রাত ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

( উৎসর্গ, সাদিক ও আস্তমেয়ে)

শিরোনামটি আমার নিজের দেয়া নয়। আরজ আলী মাতব্বরের প্রসঙ্গ আসলেই কথাটি বলেন সরদার স্যার( সরদার ফজলুল করিম)। আজ 18 সেপ্টেম্বর আরজ আলী মাতব্বরের ওপর এক আলোচনা সভায় এ শিরোনামের একটি প্রবন্ধ ও পড়বেন তিনি। তবে সে প্রসঙ্গ বা আরজ আলী মাতব্বরের ওপর নতুন কোন আলোকপাত আমার এ লেখাটির উদ্দেশ্য নয়।
1989 সালের কথা। আমি তখন ক্লাস ফাইভে পড়ি। নামায পড়ি পাঁচ ওয়াক্ত। প্রচন্ড গরমের মধ্যেও সবগুলি রোযা রাখি বাসার সবার কথা উপেক্ষা করে। আমার বয়সী অন্য যে কারো তুলনায় চমৎকার সহী কণ্ঠে কোরান শরীফ পড়ি। মৌলানা শ্রেণীর লোকজনের বিশেষ প্রিয় আমি। তারা অন্য বাচ্চাদের আমার উদাহরণ দেন ও আমার মতো হতে বলেন। এরকম সময়ের কোন একটি দিনে মারা গেলেন পুলিন দা।
আমাদের শহরের শেষ সীমারেখায় থাকা খালের ওপারের কুড়ে গুলিতে বাস করতো মুচিরা। এরা জুতা সারাই করা মুচি নয়। বাশ ও বেতের নানারকম জিনিস তৈরি করে তাদের জীবিকা চলতো। এরা সারাদিনই খাটতো কিন্তু এরাই ছিল সবচেয়ে বেশি অভাবী। খালের ওপরের সাকোতে দাড়ালেই এদের নিদারুণ , অসুখী, অস্বাস্থ্যকর জীবন সম্পর্কে পরিস্কার ধারণা পাওয়া যেতো। পুলিন দা ছিলো এই মুচিপাড়ারই বয়োজৈষ্ঠদের একজন।
পুলিন দা কে বিশেষ করে চেনার কারন এইযে সে ছিলো আমাদের বাচ্চাবাহিনীর ফুটফরমাশ খাটার একটি যন্ত্র বিশেষ। তাকে দেখলেই আমরা পুলিনদা বলে চেচিয়ে উঠতাম এবং সে প্রত্তুত্যর করতো তার অবশিষ্ট থাকা দাতগুলি বের করে নিস্পাপ সারল্যে হেসে উঠে। তারপরেই শূরু হতো বেগার খাটা। কারো ঘুড়ির ফ্রেম, কারো কাঠর বন্দুক আবার বাচ্চাবাহিনীর নারী অংশের কারো জন্যে কাঠের ঢেকি ইত্যাদি বিবিধ। বলা বাহুল্য যে এই নারী অংশকে আমি পরিহারই করতাম কারন তারা আবার পর্দা করতো না তো।
পুলিন দার মৃত্যুসংবাদ শুনে এবং সাকোর ওপর দাড়িয়ে তার শেষকৃত্য দর্শন করে(কিছুই নয়, স্রেফ খালপাড়ে পুতে ফেলা); শোকের চেয়েও যে দূ:শ্চিন্তা আমাকে ঘিরে বসলো তাহলো , পুলিন দা তো মুসলমান ছিলোনা সুতরাং কোরানের ঘোষনা অনুযায়ী তাকে অবশ্যই অনন্তকাল দোযখে পুড়তে হবে। এর অন্যথা হওয়ার উপায় নেই। অন্যথা হলে ধর্মই থাকেনা।এসব ভাবতে ভাবতে নিজেকে খুব অসহায় মনে হলো। যে পুলিন দার মতো সরল ভালো মানুষ আর একজনও কেউ নেই, বেঁচে থাকতে অভাব, অনাহার ছাড়া যারআর কোনো সঙ্গী ছিলোনা তাকে কিনা অনন্তকাল দোযখে পুড়তে হবে। পুলিন দার বৌয়ের চিৎকার শোনা যাচ্ছে । সে গালি দিয়ে শাপশাপান্ত করছে মৃত স্বামীকে। গায়ে আগুন ধরিয়ে মরেছিলো তাদের মেয়ে চার চারটি খাওয়ার মুখ রেখে। এদের নিয়ে বুড়ি কোথায় যাবে। আমার মাথায় তখন ঘুরছে যে এরাও খেয়ে না খেয়ে কিছুদিন বেঁচে থাকবে, তারপর একদিন মরে গিয়ে অনন্তকাল দোযখে পুড়তে থাকবে।
ধর্মবিশ্বাসে আস্থা হারিয়েছি আমি আরো অনেক পরে। তার আগে দীর্ঘকাল এই ভাবনা দোযখের আগুনের চেয়েও ভয়াবহ তাপে আমাকে পুড়িয়েছে।

1998 সালের কথা। আমি সবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। বিশ্ববিদ্যালয়ের মুক্ত পরিবেশ, বিশেষ করে আরজ আলী মাতব্বর ও হুমায়ুন আজাদের বই আমাকে দোযখ যণত্রনা থেকে মুক্তি দিয়েছে। রোযার মাস চলে আসলো। বাড়ীর বাইরে এর আগে আমি কখনো রোযার মাসে থাকিনি তাই মা য়ের জোরাজুরিতে আমি বাড়ীতে গেলাম। বেশ ঠান্ডা পড়েছে। মায়ের মন খারাপ যাতে না হয় এজন্য রোযা থাকছি নিয়মিত। একদিন সেহেরী খাওয়ার জন্য ডাকাডাকি চলছে। আমি উঠতে চাচ্ছিনা। কিন্তু মা ছাড়লো না। বিরক্তি নিয়েই সেহেরী খেলাম। শেষ করে মা কে বললাম, মা একটা কথা জানতে চাই। মা বললেন , বল কি জানতে চাস?
'একজন পুরুষের ধর্ম পালন করাটা অযৌক্তিক নয় কারন তার জন্য রয়েছে লোভনীয় সব পুরস্কার কিন্তু একজন নারী কেন ধর্ম পালন করবে? কেনই বা বেহেশতে যেতে চাইবে? তার জন্য তো পৃথিবীই বেশেতের চেয়ে অনেক মর্যাদাকর।
যে বাবা তোমাকে ছাড়া কিছ ভাবতেই পারেনা কেমন লাগবে তার 71( 70হুর+1মানুষ) জনের একজন হয়ে থাকতে?
আমার আজীবন ধর্মপ্রাণ মা এই আস্পর্দা সহ্য করলেন না। চিৎকার, চেচামেচি করে বাড়ী মাথায় তুললেন। আমাকে তখনই বাড়ী থেকে বের করে দিতে চান।
পরদিন সারক্ষণই মায়ের মন খারাপ। সবাই মাকে নানা কথা বলে স্বান্তনা দিতে লাগলো। তারা বিনা দ্্বিধায় ধরে নিলো প্রিয় পূত্রের ধর্মহীনতাই মায়ের মন খারাপের কারন। কিন্তু আমি তো জানি সেটি একমাত্র কারন নয়। আমার তোলা মৌলিক প্রশ্নটিও ভাবাচ্ছে তাকে। আমার মন খারাপ হলো। কারন আরজ আলী মাতব্বর নিয়ে দাড়ানো যাবেনা তার পাশে। অসম্ভব।
জীবন দিয়ে শিখেছি, প্রচলিত ধর্মে অবিশ্বাসের বোধ পৃথিবীর মানবিকতম বোধগুলির একটি। কেন সাদিক ও আস্তমেয়েকে উৎসর্গ করেছিলাম আশা করছি তারা সে তাৎপর্য ধরতে পারবে এবং আমাকে ভূল বুঝবে না।

সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০০৬ রাত ১:৪৭
৯৯টি মন্তব্য ০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দাসপ্রথার নিগড় ভেঙে রাষ্ট্রায়ত্ত চিনিকলে দ্বিগুণ উৎপাদন

লিখেছেন নতুন নকিব, ১৯ শে জুন, ২০২৫ বিকাল ৪:২০

দাসপ্রথার নিগড় ভেঙে রাষ্ট্রায়ত্ত চিনিকলে দ্বিগুণ উৎপাদন

এআই এর সহায়তায় তৈরি ইমেজ।

প্রায় ১৬ বছর ধরে শেখ হাসিনার অপশাসনের সময়টা ছিল এক অলিখিত আধিপত্যবাদের ছায়া। সাধারণ নাগরিকদের এক কাপ চা পান... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন দেশ সেরা বিশ্ববিদ্যালয়

লিখেছেন ঢাবিয়ান, ১৯ শে জুন, ২০২৫ বিকাল ৪:২১

সদ্য প্রকাশিত (year 2026) কিউএস র্যাংকিং এ ঢাকা বিশ্ববিদ্যালয় 584 তম স্থান অর্জন করে দেশ সেরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করেছে। । দ্বীতিয় স্থানে রয়েছে... ...বাকিটুকু পড়ুন

খামেনিকে হত্যা করা হলে ইরানে গৃহযুদ্ধ লেগে যাবে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৬:৩৭


খামেনেইকে হত্যা করা ইজরায়েলের অভিযানের অন্যতম লক্ষ্য : স্পষ্ট করলেন নেতানিয়াহুর প্রতিরক্ষামন্ত্রী ।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু দেশটির জন্য কেবলমাত্র একটি নেতৃত্ব পরিবর্তনের প্রশ্ন... ...বাকিটুকু পড়ুন

ডঃ ইউনুস তারেক রহমান বৈঠকঃ কতটুকু নিশ্চয়তা দিলো সুষ্ঠু, নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক উত্তরণের?

লিখেছেন শেহজাদ আমান, ১৯ শে জুন, ২০২৫ রাত ৯:২৫



তারেক রহমানের সাথে ডঃ ইউনুসের সাম্প্রতিক বৈঠকের ফলাফল নিয়ে বিএনপিসহ দেশের অন্যান্য গণতান্ত্রিক দলগুলোর অনেকেই অনেক ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে, অনেকেই দারুণ আনন্দিত। অনেকেই, বিশেষ করে যারা বিএনপি করেন, মনে... ...বাকিটুকু পড়ুন

ছাইপাঁশ

লিখেছেন আরোগ্য, ২০ শে জুন, ২০২৫ রাত ২:০৭

মধ্যিরাতে আমি আর আমার গাঁথা। না কবিতা প্রসব করার মত শক্তি নেই। মস্তিষ্কে চাপ দিতে ইচ্ছে করছে না। শব্দগুলো যেন মরুভূমির ধু ধু প্রান্তরে হারিয়ে গেছে। সেগুলো খুঁজে আনার সাধ্যি... ...বাকিটুকু পড়ুন

×