একদা ছিলোনা জুতা চরণযুগলে, এ কাব্যও পুরাতন।
তবে ছাব্যময়তায় অতি সম্প্রতি উদ্ভাসিত আমার মন চিরন্তন।
যদি বিদগ্ধজনেরা আমায় শুধান,
জুতা নিয়ে এত যাতাযাতির কারন কি বাপজান?
তবে আমি বিচলিত হবোনা, অপ্রস্তুত ও হবোনা কারন তাতে সাদিকের অপমান।
( সাদিক, চমৎকার জুতাজোড়ার জন্য ধন্যবাদ।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


