ডিসক্লেইমার : ইহা একটি কপি-পেস্ট ফান পোস্ট
সবুজে নাই ঢাকা, চারিদিকে ফাঁকা
নাই কোন গাছ, নাই সবুজ ঘাস
বালিতে ঢাকা মরু।
ঘোরতে আইছি শুধু, থাকমু না কভু
নাই সবুজ মাঠ, নাই কোন গাছ
মানুষ আছে তবু।
যে দিকে তাকাই, মরু।
চারিদিকে,রোদ্রু।
আমার বাংলাদেশ এ এ সোনার বাংলাদেশ ও ও,
সবাই আমার বাংলাদেশ এ,
আমি যে কাতার এ।
সামিনাও নাই এ এ
ফাক্কা ফাক্কা লাগে যে,
সবাই আমার বাংলাদেশ এ
আমি একলা কাতার এ।
নাই রিকশার চাকা, জ্যাম নাই ফাঁকা
নাই সিএনজি, নাই টেক্সি
নাই জ্যাম-এর যাঁতা।
ট্রাফিকের নাই ফুঁ, ফাঁকা লাগে শুধু
নাই দাবড়ানি, নাই হয়রানি
নাই পাবলিকের চিল্লানী।
এইসব দেখে মনে হই,
এ দেশেতে মানুষ নাই।
আমার বাংলাদেশ এ এ
সোনার বাংলাদেশ ও ও,
জান পরান বাংলাদেশ এ
মুই রইছি কাতার এ।
সামিনারে যে দেহে কে?
এক্কা দোক্কা খেলে কে?
সবই আমার বাংলাদেশ এ
মরতে আইছি কাতার এ।
সামিনাও নাই এ এ
রুবিনাও নাই ও ও,
জানডা আমার বাংলাদেশ এ
মুই রইছি কাতার এ।
এই ঘুরি ফিরি হাটি চলি
কার কথা না বুঝি
একলা চলি রে,
এই যারে পাই তারে ধরি
গোপনে জিগেশ করি
সামিনারে দেখছোনি রে??
এই ফাঁকা চলি শুধু কাতার এ
দোকা চলি আমার দেশে রে,
সবাই আমার বাংলাদেশ এ
আমি যে কাতার এ।
সামিনারে যে দেহে কে?
এক্কা দোক্কা খেলে কে?
সবই আমার বাংলাদেশ এ
মরতে আইছি কাতার এ।
সামিনাও নাই এ এ
রুবিনাও নাই ও ও,
জানডা আমার বাংলাদেশ এ
মুই রইছি কাতার এ।
জঙ্গল নাই রে, সবুজ নাই রে
জঙ্গল সবুজ বাংলাদেশ এ
মুই রইছি কাতার এ।
আমার সঙ্গে কেউ নাই রে
পইরা গেছি একলা রে,
সঙ্গী-সাথী বাংলাদেশ এ
আমি যে কাতার এ, আমি যে কাতার এ......।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



