পরিচয় :
স্বপ্না মোস্তারী সুমা
৬ষ্ঠ সেমিষ্টার
রাষ্ট্র বিজ্ঞান বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়
২০ বছরের একটি ফুটফুটে জীবন নিয়ে সুমা'র দিন বেশ কষ্টে কাটলেও সামনে ছিলো উজ্বল ভবিষ্যত। সুমা'র গ্রামের বাড়ী বাগেরহাট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে সাফল্যের সাথে ২য় বর্ষ সম্পন্ন করে ৬ষ্ট সেমিষ্টার ফাইনাল দেওয়ার প্রিপারেশন নিচ্ছিল। ২য় বর্ষ ফাইনালে তার এভারেজ গ্রেড পয়েন্ট সিজিপিএ ৩.৭ আউট অব ৪.০। ছোট বেলায় সুমার বাবা তার মা এক ভাই কে ছেড়ে অন্যত্র ঘর বাধে। পারিবারিক অবস্থা ও খুব একটা ভালো না। এত প্রতিকুলতার মধ্য দিয়েও এস.এস.সি ও এইচ.এস সি তে জিপিএ ৫ নিয়ে পাশ করে।
সুমা একটি টিউশনি করে কোন রকম নিজের পড়াশুনার খরচ চালাচ্ছিল। আর অপেক্ষার প্রহর গুনছিলো যে অনার্স শেষ হলে বিসিএস দিবে না হলে একটা চাকরি জোগাড় করে নিজের অসহায় মা আর ভাইয়ের খরচ চালাবে। আর ভাই এর পড়াশুনার খরচ চালাবে।
কিন্তু নিয়তির কি নিষ্টুর পরিহাস। গত চার মাস ধরে গলায় টিউমার ধরা পড়ার পরেও টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলো না। তার এমন কোন আত্মীয় স্বজন নেই যে আর্থিক সাহায্য দিয়ে অপারেশন টা করাবে। গত সপ্তাহে প্রচন্ড গলা ব্যাথা আর জ্বর হলে তার রোকেয়া হলের বান্ধবীরা মিলে চাঁদা দিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা করে জানায় ওর থাইরয়েড ক্যান্সার হয়েছে। আর এক সপ্তাহের মধ্যে অপারেশন না করলে মৃত্যুই তার একমাত্র পথ যেটা খোলা আছে।
ডিপার্টমেন্ট থেকে ও সব আবাসিক মিলিয়ে বেশ কিছু টাকা (প্রায় ৪০,০০০/-) ইতিমধ্যে জোগাড় হয়েছে। অপারেশন করতে খরচ হবে ১০০,০০০/-। কিন্তু সুমার এই দুখের কথা শুনে ডাক্তার মানবিক দিক বিবেচনা করে ৫০,০০০/- তেই অপারেশন করবে বলে জানায়। কিন্তু সমস্যা হল অপারেশনের পর ৬/৭ মাস লাগাতার কেমোথেরাপি নিতে হবে যার জন্য প্রায় ৫/৬ লাখ টাকা দরকার। আর এতগুলো টাকা ওর কোন ভাবেই জোগাড় করা সম্ভব না।
আমরা কত টাকাই তো কত ভাবে খরচ করি। কিন্তু আমাদের সকলের সামান্য একটু সাহায্য বাঁচিয়ে দিতে পারে একটি অসহায় মেধাবীর জীবন। যার উপর একজন অসহায় মা, একজন অসহায় ছোট ভাই নির্ভরশীল।
সুমা আগামীকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে এ ভর্তি হবে। তার পর ডাক্তার অপারেশনের দিন ধার্য করবে।
সুমার সাথে ওর বান্ধবী নুরানা (একই ডিপার্টমেন্টের ও রোকেয়া হলের আবাসিক ছাত্রী) সার্বিক দেখাশুনা করছে। যোগাযোগের নাম্বার ০১৭৩৪১৭০০৯৯।
সাহায্য পাঠানোর ঠিকানা:
সপ্না মুসতারি সুমা
হিসাব নং ০১২ ৬১০ ১০০০১৮১৯৬৫
ডাচ বাংলা ব্যাংক লি:
এই ব্লগ এ সবসময় আপডেট পাওয়া যাবে।
য়ে পাশ করে।
সুমা একটি টিউশনি করে কোন রকম নিজের পড়াশুনার খরচ চালাচ্ছিল। আর অপেক্ষার প্রহর গুনছিলো যে অনার্স শেষ হলে বিসিএস দিবে না হলে একটা চাকরি জোগাড় করে নিজের অসহায় মা আর ভাইয়ের খরচ চালাবে। আর ভাই এর পড়াশুনার খরচ চালাবে।
কিন্তু নিয়তির কি নিষ্টুর পরিহাস। গত চার মাস ধরে গলায় টিউমার ধরা পড়ার পরেও টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলো না। তার এমন কোন আত্মীয় স্বজন নেই যে আর্থিক সাহায্য দিয়ে অপারেশন টা করাবে। গত সপ্তাহে প্রচন্ড গলা ব্যাথা আর জ্বর হলে তার রোকেয়া হলের বান্ধবীরা মিলে চাঁদা দিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা করে জানায় ওর থাইরয়েড ক্যান্সার হয়েছে। আর এক সপ্তাহের মধ্যে অপারেশন না করলে মৃত্যুই তার একমাত্র পথ যেটা খোলা আছে।
ডিপার্টমেন্ট থেকে ও সব আবাসিক মিলিয়ে বেশ কিছু টাকা (প্রায় ৪০,০০০/-) ইতিমধ্যে জোগাড় হয়েছে। অপারেশন করতে খরচ হবে ১০০,০০০/-। কিন্তু সুমার এই দুখের কথা শুনে ডাক্তার মানবিক দিক বিবেচনা করে ৫০,০০০/- তেই অপারেশন করবে বলে জানায়। কিন্তু সমস্যা হল অপারেশনের পর ৬/৭ মাস লাগাতার কেমোথেরাপি নিতে হবে যার জন্য প্রায় ৫/৬ লাখ টাকা দরকার। আর এতগুলো টাকা ওর কোন ভাবেই জোগাড় করা সম্ভব না।
আমরা কত টাকাই তো কত ভাবে খরচ করি। কিন্তু আমাদের সকলের সামান্য একটু সাহায্য বাঁচিয়ে দিতে পারে একটি অসহায় মেধাবীর জীবন। যার উপর একজন অসহায় মা, একজন অসহায় ছোট ভাই নির্ভরশীল।
সুমা আগামীকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে এ ভর্তি হবে। তার পর ডাক্তার অপারেশনের দিন ধার্য করবে।
সুমার সাথে ওর বান্ধবী নুরানা ও নাজিম (একই ডিপার্টমেন্টের) সার্বিক দেখাশুনা করছে। যোগাযোগের নাম্বার নিজাম-০১৮১৫৫১৮৪৫০, ০১৭৩৪১৭০০৯৯।
সাহায্য পাঠানোর ঠিকানা:
সপ্না মুসতারি সুমা
হিসাব নং ০১২ ৬১০ ১০০০১৮১৯৬৫
ডাচ বাংলা ব্যাংক লি:
বিদ্র: গতকাল ও প্রকাশিত হয়েছিলো কিন্তু হয়তো অনেকের চোখে নাও পড়তে পারে তাই আবার
আপডেট :
সুমা এখন হাসপাতালে ভর্তির জন্য অপেক্ষা করছে। সিট বরাদ্দ হওয়ার সাথে সাথে আপডেট দেওয়া হবে
আসুন সাহায্যের হাত বাড়াই....... একটা মেধাবী জীবন বাঁচাই ........
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
=হিংসা যে পুষো মনে=

হাদী হাদী করে সবাই- ভালোবাসে হাদীরে,
হিংসায় পুড়ো - কোন গাধা গাধিরে,
জ্বলে পুড়ে ছাই হও, বল হাদী কেডা রে,
হাদী ছিল যোদ্ধা, সাহসী বেডা রে।
কত কও বদনাম, হাদী নাকি জঙ্গি,
ভেংচিয়ে রাগ মুখে,... ...বাকিটুকু পড়ুন
গণমাধ্যম আক্রমণ: হাটে হাঁড়ি ভেঙে দিলেন নূরুল কবীর ও নাহিদ ইসলাম !

জুলাই গণঅভ্যুত্থানের রক্তস্নাত পথ পেরিয়ে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সাম্প্রতিক মব ভায়োলেন্স এবং গণমাধ্যমের ওপর আক্রমণ সেই স্বপ্নকে এক গভীর সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। নিউ এজ... ...বাকিটুকু পড়ুন
রিকশাওয়ালাদের দেশে রাজনীতি
রিকশাওয়ালাদের দেশে রাজনীতি
সবাই যখন ওসমান হাদিকে নিয়ে রিকশাওয়ালাদের মহাকাব্য শেয়ার করছে, তখন ভাবলাম—আমার অভিজ্ঞতাটাও দলিল হিসেবে রেখে যাই। ভবিষ্যতে কেউ যদি জানতে চায়, এই দেশটা কীভাবে চলে—তখন কাজে লাগবে।
রিকশায়... ...বাকিটুকু পড়ুন
বিএনপিকেই নির্ধারণ করতে হবে তারা কোন পথে হাটবে?

অতি সাম্প্রতিক সময়ে তারেক রহমানের বক্তব্য ও বিএনপির অন্যান্য নেতাদের বক্তব্যের মধ্যে ইদানীং আওয়ামীসুরের অনুরণন পরিলক্ষিত হচ্ছে। বিএনপি এখন জামাতের মধ্যে ৭১ এর অপকর্ম খুঁজে পাচ্ছে! বিএনপি যখন জোট... ...বাকিটুকু পড়ুন
ভারতীয় আগ্রাসনবিরোধী বিপ্লবীর মৃত্যু নেই

শরিফ ওসমান হাদি। তার হাদির অবশ্য মৃত্যুভয় ছিল না। তিনি বিভিন্ন সভা-সমাবেশ, আলোচনা ও সাক্ষাৎকারে বক্তব্য দিতে গিয়ে তিনি অনেকবার তার অস্বাভাবিক মৃত্যুর কথা বলেছেন। আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতবিরোধী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।