মনটা ভালো নেই,বড় একা মনে হচ্ছে আজ এই রাতের শহরে,কেউ নেই পাশে,দক্ষিন ছাদের কুচকে কালো কুকুরটা অনেক আগেই পরিত্যগ করেছে ঘেু ঘেয় করে রাতের আকাশ মাতিয়ে তোলার আন্ত প্রয়াস,পাশের ইমারার চপলা কিশোরিটি পড়তে পড়তে ঘুমিয়ে পরেছে পড়ার টেবিলেই,াবছা মতোন আলোয় পরিস্কার ডেকতে পাচ্ছি তার সুন্দর সুভ্র কপোল,ঠিক যেনো একফালি চাঁদ তুর পাহারের ঐ পার থেকে সংগ নিয়েছে কোনো সদ্য আরোহী আতসান মুসাফিরের,লালচে মতোন চুলগুলি তার নেচে চলছে দক্ষিনা মরু হাওয়ার তালে,ঠিক যেনো নীলে ভাসানো আলোক ঝলমলে সাম্পান কিশোরি নেচে চলছে রবাবের তালে,
দুর থেকে ভেসে আসছে কদিন আগে জন্ম নয়া শিশু পুত্রটির আর্তচিৎকার,
হয়তো চিৎকার করে আগমন বারতা জানাচ্ছে আগামীদিনের কোনো ফেরাউন অথবা মুক্তির বানী নিয়ে সমাগত মুসা,হঠাৎ গাড়ি থামার শব্দ ঠিক ামার জানালার নিচেই,পাশের শাক্কার বেলে নর্তকীটি বাড়ী ফিরেছে ,ছোটো ভাইটার নাক ডাকার শবদ পাচ্ছি ,আসওয়ানি দারোয়ানটাও ছুটিতে,আগত্য আমাকেই যেতে হলো বিশাল লোহার ফটকটি খুলতে... (চলবে)
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




