
ব্লগার নিঝুম মজুমদার আমন্ত্রনে ব্লগার ডজ এখন রওনা হয়েছেন নিঝুম মজুমদারের
'ওইটা'-এর ফুটুক তুলতে! মুখে গান ''ডজ চলেছে একা পথে''....! নিঝু উনার নিচের পোস্টে আজ সকালে এই আমন্ত্রন জানিয়েছিলেন তাকে। আমি ইতিমধ্যে একটা ফুটু-এর বুকিং দিয়ে ফেলসি। ঘরে বাঁধিয়া রাখবো। সামু'র বিশিষ্ট ব্লগার-এর
''ওইটা'' বলে কথা!!! আপনাদেরও লাগলে উনাকে জানাতে পারেন।
নিঝুম মজুমদার বড়ই ভদ্র-সদ্র মানুষ। উনাকে আবার টি,ভি-তেও বুঝি দেখানো হয়! এখন আমার প্রশ্ন...উনার মুখের এই অমৃতবাণীটাও এখন
টি,ভি-তে দেখানো হবে! সাথে উনার 'ওইটা'-এর ছবিটাও? সেরেছে রে!
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:২০