ব্লগার 'ডজ'-কে ব্যান করা হয়েছে।...থাবা বাবা'র উল্টা-পাল্টা লেখা পড়ে একটু মেজাজ গরম হয়ে গিয়েছিলো উনার...আমার সামনেই লিখলেন- ''ছুঁচো মেরে হাত গন্ধ করা উচিৎ হয়নি।'' এইটা কি ব্যান হওয়ার মত কোন লেখা?...কেমন করে!!! ব্লগার থাবা বাবাকে তো খারাপ কিছু বলেননি উনি উনার লেখাতে।...বরং, দোষ দিয়েছেন যারা তাকে মেরেছে তাদের এই বলে যে,
''কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পা-য়,
তাই বলে কুকুরের পায়ে কামড়ানো মানুষের শোভা পায়?''
অবশ্য, তাদেরই বা দোষ কি? কুকুরগুলোর কান্ড-কারখানা দেখলে, আমারই মাঝে মাঝে কামড় বসিয়ে দিতে ইচ্ছা করে! কি আর করা!
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




