**সুযোগসন্ধানী ফতোয়াবাজ মোল্লাগণ এবং নারীস্বাধীনতার নামে অতিরিক্ত প্যাকরপ্যাকর করা অতি বুদ্ধিজীবীদের এই পোস্ট থেকে দূরে থাকার অনুরোধ করা গেল। এটি কেবলই একটি রম্যকবিতা মাত্র। এবং সেই সাথে কবিমনের বিচ্ছিন্ন প্রলাপ হিসেবেও ধরে নেয়া যেতে পারে।**
থেমে গেছে নূপুরের নিক্বণ, কেটে গেছে ছন্দের সুতো;
কবিতা বিবর্ণ আজ তোর ফেডেড জিন্সের মত।
কবিতায় আর আসে না দোল, বয় না মাতাল হাওয়া;
কারণ তুই ওড়না ফেলে, টিশার্টে ডেকেছিস দেহশোভা।
আর কাটে না কবির নির্ঘুম রাত, কোনো কাজলটানা চোখ ভেবে;
ওসব আল্লাদেপনা, কাজলের আঁচড়টানা, তোর বড্ড বিচ্ছিরি লাগে!
তোর বেণীদোলানো ডানপিটে কৈশোর, সেও আজ দূর-অতীত;
কখনো ববকাট আর কখনো রিবন্ডিং, বাহারী ছাঁটের চুলগুলোতেই তুই হিট!
তোর ডুরে-শাড়ী পড়া, কোমরে আঁচল গোঁজা কানামাছি-কুতকুত;
হারিয়ে গেছে সেই সে কবেই, এসে গেছে বিলিয়ার্ড আর গলফ-টেনিসের যুগ।
বল আধুনিকা, কেমন করে স্বপ্ন দেখি সাত-সাগর আর রূপালীমেঘের দেশের,
তুই যে শুধুই বায়না ধরিস, ফ্যান্টাসি-নন্দন আর ব্যাংকক-ইউএসএ ট্যুরের?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


