
পৃথিবীর অবাসযোগ্য শহর কোন স্বাদে মানুষ ঢাকাকে বলে? ছবিগুলো দেখলে বোঝা যায় ঢাকার প্রকৃত রূপ। ঢাকার ২টি সিটি কর্পোরশনের মেয়র গদিতে বসে কি করে? নাক চুলকায় নাকি পকেট ভরায়? প্রশ্ন থেকে যায় অনেক। ঢাকা কি আদো বাসযোগ্য শহর হওয়ার সম্ভবনা রয়েছে। ছবিগুলো দেখলে বলা যায় কখনো সম্ভব না। ছবিগুলো ফেসবুক থেকে পাওয়া গেলেও এর সত্যয়তা নিশ্চিত করা হয়েছে।

এ ঢাকা শহরে ২ কোটি মানুষ কিভাবে বাস করে আজ ভাবছি??

এর থেকে কি গ্রাম ভালো নয়?

আমার অনেক স্বপ্ন ইন্টারে পড়ার জন্য ঢাকায় যাব। আজ আমার শখ মিটে গেছে ছবি গুলো দেখে

এটা জলবদ্ধতা নাকি বন্যা?

ভাই হাজার প্রশ্ন জাগে আজকে ঢাকা। মানুষ কোন স্বপ্নে ঢাকা যায় বুজতে পারতেছি না। এটা তো অবাসযোগ্য শহরের চেয়েও খারাপ।
ছবি: ফেসবুক।(ঘটনা নিশ্চিত)

সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




