নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসক সিরিজ জয়ে দেশের শীর্ষ স্থানীয় ব্যাক্তি থেকে সাধারন জনগন সবাই আনন্দে উদ্বেলিত। আজ ক্রিকেটারদের নৈশভোজে প্রধানমন্ত্রী নাকি খেলোয়াড়দের প্রত্যেকে প্লট ও গাড়ী দেয়ার ঘোষনা দিয়েছেন। বিরোধী দলীয় নেত্রী জানিয়েছেন অভিনন্দন বার্তা। বিসিবি সভাপতি খেলোয়াড়দের এক কোটি টাকা এবং ক্রীড়া প্রতিমন্ত্রী খেলোয়াড়দের দশ লক্ষ টাকা বোনাস দেয়ার ঘোষনা দিয়েছেন। আচ্ছা যদি এমন হতো বাংলাদেশ নিউজল্যান্ডের কাছে হোয়াটওয়াইশ হলো তাহলে বিভিন্ন জনের প্রতিক্রিয়া কেমন হতো? আসুন জানি .............
বিগত সরকারের অপ-রাজনীতি, দলীয় করণ, স্বজন প্রীতির কারনেই ক্রিকেট দলের এই হার। ক্রিকেট দলকে বিগত সরকারের রাহুমুক্ত করতে হবে। ---- শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী।
এটা ক্রিকেট দলের নয় সরকারের ব্যর্থতা। সরকারের অন্যায় অবিচার, হত্যা, দূর্নীতির ফলে ক্রিকেট দলের এই ভরাডুবি ---- বেগম খালেদা জিয়া, বিরোধী দলীয় নেত্রী।
আমি আগেই বলেছিলাম খেলোয়াড়রা মাঠে তাদের শতভাগ দেন না। ওদের মধ্যে নৈতিকতা নেই, দেশপ্রেম নেই। ওদের কঠিন শাস্তির মুখোমুখি করা হবে। ------------ আফম কামাল, বিসিবি সভাপতি।
আমি যা শিখিয়ে দেই খেলোয়াড়রা মাঠে গিয়ে তা প্রয়োগ করতে পারে না। আমিতো আর মাঠে গিয়ে খেলে দিতে পারিনা। --- জেমি সিডন্স, কোচ, বাংলাদেশ ক্রিকেট টিম।
এই হারের পিছনে কোন ষড়ষন্ত্র আছে কি না তা খতিয়ে দেখতে হবে। এ বিষয়ে শীঘ্রই বিচার বিভাগীয় তদন্ত কমিঠি গঠন করা হবে। - আহাদ আলী সরকার, মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী।
সরকার ক্রীড়ার প্রতি মনোযোগী না হয়ে যুদ্ধাপরাধীর বিচার এবং জামাতের রাজনীতি নিষিদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত যার ফলেই আজ ক্রিকেট টিমের এরুপ নাজেহাল। আমাদের পাকিস্তান ক্রিকেট টিম থেকে শিক্ষা নিতে হবে কিভাবে ঘুরে দাড়াঁতে হয়। -- জামায়াতের ভারপ্রাপ্ত আমীর।
-------------------------------------------------------
বাকীগুলো আপনারা যোগ করুন।
বি:দ্র: এটিকে ফান পোস্ট হিসেবে গণ্য করলে মাইন্ড করবো না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




