
বছর দুয়েক আগের ঘটনা। দোকান বন্ধ করে বাজার ঢুকছি । এক বাল্যবন্ধু গলির মুখেই ধরে ফেললো- দোস্ত ৫০টা টাকা দে। চোখ ঢুলুঢুলু , কথা জড়ানো, গা থেকে বের হচ্ছে ভুরভুর করে গন্জিকার গন্ধ। আমি বললাম, সারাদিনতো খাইলি এখন বাড়ি গিয়ে ঘুমা । মৃদু হেসে মাথা নিচু করে বললো দোস্ত তুইও বুঝলি না রে- গান্জার এই চালান শেষ হলে, কবে যে আবার আসবে, ঠিক নেই। দে দোস্ত আরেক পুরিয়া মেরে দিয়ে বাড়ী যাই। আশাকরি পরবর্তী চালান না আসা পর্যন্ত নেশাতেই থাকবো।
মানবিক কারনে ৮৫ বছর বয়সের বৃদ্ধা সহ আরো দু- জন বন্দী ছেড়ে দিয়েছে হামাস। বাইডেন বলেছে : সবাইকে ছাড়তে হবে । নেশা কাটছে না এখনো তেনার। মনে করেছেন হামাস ভয়ে ছেড়েছে। গন্জিকার প্রভাবে হাসপাতাল হামলার ব্যাপারে ঋষি মশাইও হামাসকে দায়ী করেছে। নেতানিয়াহু প্রতিদিন ঘরে-বাইরে বিক্ষোভ দেখছেন। গাজার প্রভাবে সুইসাইড করার সম্ভাবনাও আছে তার।
এদের জানা আছে মুষলমানরা বাচ্চা পয়দা করে আল্লাহর রাস্তায় কুরবানীর জন্যি।

সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



