আমরা আজীবন ছাত্রলীগ আর ছাত্রদলকে গালি দিলাম অছাত্র দিয়েই ছাত্র সংগঠন চালানোর জন্য।
আমাদের দুই মহান ছাত্রনেতা বর্তমান উপদেষ্টারা কি আসলেই ছাত্র?
নাহিদ- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ (শিক্ষাবর্ষ-২০১৬-১৭) থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
আসিফ- আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ (শিক্ষাবর্ষ- ২০১৭-১৮) থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেছেন তিনি।
দুজনকেই আমরা ট্রিট করলাম সাধারণ ছাত্র হিসেবে, এখন জানা গেল তারা অছাত্র হয়েও গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটা ছাত্র সংগঠনের পদ ধরে আছেন, যে সংগঠনটা গড়ে উঠেছে ২০২৩ সাল থেকে।
এবার সাধারন ছাত্ররা তোমরা যারা ওদেরকেও ছাত্র ভেবে প্রতারিত হয়েছো মনে হয়- বুকে আসো।
তথ্যসূত্র: বিডিনিউজ
(এই প্রশ্নগুলো স্বাধীন দেশে করা যাবে তো? বাকস্বাধীনতা আছে না?)©
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪১