আইজ-কাইল বড় বেশি বর হইতে ইচ্ছা করে
ইচ্ছা করে ঐ শ্যামলা মেয়েটারে
চুপি চুপি গিয়া কই"বউ হইবা তুমি"
আমি হমু বর।
রূপার চুড়ি,কানের দুল,চুলের ফিতা
আমি নিজ হাতে কি'ইনা দিমু
পায়ের একখান নুপুরও কিনুম লগে
তবু শুধু চউক তুইলা কও
বউ হইবা তুমি?
গেলো মাসে ক্ষেতের ফসল বেইচা
একখান খাট আইনা দিছে বাবায়,
তার বাম পাশটা খালি'ই পইরা থাকে
আমি কাউরে শুই'তে দিই'না
দিমু ক্যান?
বাম পাশের ঐ খালি জায়গাটা'য় যে
আমার বউ শুইব।
দাদী যে তা-ই কয়।
পূর্ণিমা রাইতে যখন আমার
ভাগ্ঙা চালার ফাঁক দিয়া
ঘরে উঁকি দিব চান্দের আলো,
তুমিকি তখন অবাক হইয়া
কেবলই চাইয়া থাকবা বউ?
আমি কিন্তু শুধু তোমারেই দেখুম
জোয়ারের পানির লাহান চান্দের আলোয়
তোমার রূপ কেমন ঝলমল করে।
আমার মন বুঝি তখন বাউল হইয়া
গান ধরব"রূপালী নদীরে
রূপ দেইখা তোর হইয়াছি পাগল"
আমার গান শুইনা
তুমি কি হাসবা বউ?
সত্যি কইরা কওতো
খুব কি হাসবা তুমি?
দাদী যে বাকীটুকু আর কিছুই কয়না।
অ:ট:আজ এই কবিতাটা পড়লাম।খুব ভালো লাগলো তাই সবার সাথে শেয়ার করলাম।লিখেছেন-আফরোজ রায়হান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



