[[সময় সকাল ৭:৩০ মিনিট ২৪ শে এপ্রিল ২০১৩]]
ভাই, ওই ভাই.....আজ তো হরতাল, ডিউটিতে না গেলে অয় না...
না বইন......না গেলে যে আমার স্বপ্নটা পুরণ হইব না...
বুজস না কেন?? আইজ মাইনে একটু বেশি পামু....
অফিসার স্যার কইসে.....
হরতালে ডিউটিতে আইলে বুনাস দিবো...
প্রতিদিনের মত আজও রাসেল [ছদ্দ্ব নাম] সকালে ঘুম
থেকে উঠে ডিউটির উদ্দেশ্যে রওনা হয় ||
আজ তার শেষ দিন এটা সে আগে জানত না...
জানলে হয়ত....তার স্বপ্নগুলো এভাবে
সাভারের রানা প্লাজাতে এক নিমিষেই ধষে পরত না....
রাসেলের অনেক স্বপ্ন ছিল ||
স্বপ্ন ছিল কিছু টাকা জমিয়ে....
এবার বোনটিকে একটা সুন্দর শাড়ী কিনে দেবে ||
বোনটির অনেক ইচ্ছা ছিল শাড়ী পড়ার...
কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস...
শাড়ী পড়া তো দুরের কথা..
আজ তাকে তার বড় ভাইটিকে হারাতে হল...
যদি আজ রাসেল তার ছোট বোনটির কথা শুনত তাহলে হয়ত....
হয়তবা সে তার বোনটির স্বপ্নগুলো পূরণ করতে পারত..|||
আর বোনটি পেত ভাইটির নিঃস্বার্থ ভালোবাসা |||
[[Collected : Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



