(¯`♥´¯) ✿✿✿✿ মা ✿✿✿✿ (¯`♥´¯)
হুম তোমাকেই বলছি মা ।।
তোমার কাছ থেকে দূরে আসার পরই তোমার অনুপস্থিতি,
মহত্ত্ব আর ভালোবাসা আরো বেশী করে অনুভব করতে পারছি ।।
ছোট বেলার সেই দিন গুলার কথা মনে পরে যাচ্ছে...মা,
কত না বকা খেয়েছি দুষ্টুমি আর পড়ালেখার জন্যে ।।
এখন বুঝি মা, তুমি কেন বকা দিতে ? আর কেন তখন এমন করতে ??
আর সবচেয়ে ভালো লাগত কখন জানো মা,
যখনই আমি ভালো কিছু করতাম তখনই বাবা তোমাকে ডেকে বলত,
দেখ আমার মেয়ে কত ভালো দেখেছ ।।
আর দুষ্টুমি করলে বলত, তোমার মেয়ে কি করেছে আজ জানো...
ও আজ এটা করেছে, সেটা করেছে ।।
জানো মা, আমার বন্ধুদের ক্ষেত্রেও নাকি এমন হয়েছে....মজার না মা ??
সবার বাবাই মনে হয় একি কথা বলত.....??
তবে বাবার চাইতে তোমার ভুমিকাই বেশী ছিল মা ।।
তোমার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না জানি,
কিন্তু তোমার জন্যে আমি আমার জীবনের সব
সব কিছু ছেড়ে দিতে পারি মা...।।
তোমার জন্যে আজ আমি এই সুন্দর পৃথিবীটা দেখতে পেরেছি মা ।।
মা, ও মা জানি তুমি আমার এই কথাগুলো কখনো পড়বে না ।।
পাড়বোও না তোমাকে বলতে এগুলো.......কিন্তু মা,
আমার ছোট ছোট ভুলগুলো যদি কখনো তোমাকে কষ্ট দিয়ে থাকে,
মা তুমি আমাকে ক্ষমা করে দিও মা.......
ভালোবাসি মা, তোমাকে অনেক অনেক ভালোবাসি.......।।
(¯`♥´¯) তোমাকে এখন অনেক মিস করি মা .... (¯`♥´¯)
- মৌমাছি ﻬ ﻬ ﻬ ﻬ ﻬ ﻬ ﻬ
সংগৃহীত - Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



