অবশেষে বাংলাদেশে চালু হল একটু ভিন্ন ধরণের এন্টারটেইনমেন্ট ওয়েবসাইট. এখানে চাইলেই যে কেউ রেজিস্ট্রেশন করে একটি ইউনিক বিডি নাম্বার দিয়ে জিতে নিতে পারেন দৈনিক মোবাইল রিচার্জ কার্ড, সাপ্তাহিক এবং মাসিক আকর্ষণীয় গিফ্ট একদম ফ্রী.
কি কি করতে হবে যদি আপনি এই সাইটের একজন লাকি উইনার হতে চান??
১. প্রথমে http://www.luckbazaar.com সাইটে এ ভিজিট করুণ।।
২. প্লে পেজে ভিজিট করুণ এবং সেখানে তিন ধাপের ফ্রি গিফ্ট দেয়া আছে।। আপনি যদি সাইটে প্রথম ভিজিট করে থাকেন তাহলে রেজিস্ট্রেশন করুণ।। দৈনিক, সপ্তাহিক অথবা মাসিক যে কোনো একটি প্রডাক্ট এর উপর মাউসের পয়েন্টার নিয়ে ক্লিক করুণ।। তাহলে আপনি রেজিষ্ট্রেশন পেজটি পাবেন সাথে পাবেন পূর্বে রেজিষ্ট্রিকৃত ইউজারের লগিণ পেজ।।
৩. আপনার নাম, বাসার ঠিকানা, ফোন নাম্বার, ইমেইল এড্রেস সহ একটি ইউনিক বিড নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করুণ।। পরবর্তীতে শুধুমাত্র নাম, ফোন নাম্বার এবং ইউনিক বিড নাম্বার দিয়ে আপনি গেমটি খেলতে পারবেন।।
উইনার এবং সাইট সম্পর্কে কিছু কথাঃ
১. এই সাইটটি মুলত নন-প্রোফীট এবং সম্পূর্ণ বিনোদনের জন্যে চালু করা হয়েছে।।
২. এই মুহুর্তে সাইটে অল্প কিছু গিফ্ট এর ব্যবস্থা করা হয়েছে।। ধীরে ধীরে সাইটে গিফট এর সংখ্যা বাড়ানো হবে।।
৩. উইনার নির্বাচন করা হয় ইলেক্ট্রনিক পদ্ধতিতে।।
৪. শুধুমাত্র ইউনিক বিডিং অধিকারীরাই (বর্তমানে দুজন) বিজয়ী নির্বাচীত হবেন।।
৫. ইউজাররা চেষ্টা করুণ বিডিং-এ ইউনিক একটি নাম্বার দিতে যেনো আপনার বিজয়ী হওয়ার আশংকা একটু বেশী থাকে।।
৬. বিজয়ীর নাম সাইটে এবং ফেসবুক ফ্যান পেজে নাম এবং ইউনিক বিডিং নাম্বার সহ প্রতিদিন রাত 12 টার পর প্রকাশ করা হবে।।
৭. বিজয়ীর সাথে বার্তা এবং সংক্ষিপ্ত ফোন কল কনফার্মেশনের মাধ্যমে পুরুষ্কার যথা সময়ে পৌছিয়ে দেয়া হবে।।
৮. 24 ঘন্টার মধ্যে বিজয়ীর সাথে কোনো প্রকার যোগাযোগ না করা গেলে বিজয়ীর পুরুষ্কার LuckBazaar.Com কর্তৃপক্ষ বাতিল করার অনুমতি রাখে।।
৯. ইউজাররা নির্ভয়ে সঠিক নাম, ফোন নাম্বার এবং বাসার ঠিকানা দিয়ে রেজীষ্ট্রেশন করতে পারেন।। আপনার তথ্য বিশ্বস্ততার সাথে LuckBazaar.Com কর্তৃপক্ষ সংরক্ষিত রাখার অনুমতি রাখে।।
১০. গিফট এর সংখ্যা, সাইটের মৌলিক পরিবর্তন, শর্ত, নিয়ম-কানুন যেকোনো সময় LuckBazaar.Com কর্তৃপক্ষ যে কোনো পরিবর্তন এবং পরিবর্ধন করার অনুমতি রাখে।।
তো আর দেরী কেন এখনিই একবার আপনার ভাগ্যটি একটু যাছাই করে আসুন না।।
ওয়েবসাইট : http://www.luckbazaar.com
ফেসবুক ফ্যান পেজ : http://www.facebook.com/luckbazaar
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৩ রাত ১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



