হুনসি নাস্তিকরা নিকি বিপদে পড়লে আল্লাহ খুদার নাম নেয়? এক্কালের বিখ্যাত নাস্তিকরা নিকি আজ দারিওয়লা মাউলানা হুজুর? কুন নাস্তিকের মৃত্যুর পর নাকি হুজুরেরা নামাজি জানাজা পড়বার চায় নাইক্কা- এইটাতে নাকি উই নাস্তিকের রিলেটিবরা গুস্যা করসিল? হায়রে দুইন্যা, আল্লাহর দুইন্যাটাই এমুন, আজকে এক চিজ তো ঠেকায় পড়লে আরেক চিজ। নায়লে দুনিয়ায় সবাই কেনু এত বহুরুপী গিরগিট্যা? বিভিন্ন টাইমে বিভিন্ন রুপ পরিগ্রহ করে থাকে? নায়লে কি আস্তিক ভাইগো লুহার মত ঈমান মাইয়া মাইনষের চুল দেকলে পাতলা হয়া যায়? ক্ষীরের মত কনসিন্ট্রেটেড বিজ্জ খুলনার কাঁটাবনে চুম্মাচুম্মি দেইখা আন্ডিওয়ার ভিজায়া দেয়? সারাবচর পাঁচোয়াক্ত নামাজ পঈড়া, তসবি জইপা চলে, আর টেকার অবাব পড়লে টেবিলের নিচে চালাচালি শুরু করে? কাস্টমস আর ড়োডস এন্ড হাইওয়েতে মামুলি বিতনের চাকুরে আর সৎ, তাকতওলা আর্মি অফিসার পুলা খুজে মাইয়া বিয়া দেবানের লাইগা? আল্লাহ, তুমি সর্বজ্ঞ, সর্বশক্কতিমান। আস্তিক-নাস্তিকের এই বিবর্তন বন করে দাও। আল্লাহ, আমার সব গুনাহ মাপ করিয়া দিও। বিহেশতের সত্তরটা হুরের জন্য এই ইহলুকে আমি গনিমত আর দাসীবান্দি ছাড়া বাইরের আর কুন রমনীর প্রতি লুলাবো না (কিন্তু কন্ডীশন, তাঁদের অবশ্যি নিকাব-বুরকা পড়া লাগপে, নায়লে কিন্তু আমাকে দুষ দিতে পাব্বা না)। আল্লাহ, বিহেস্তে নসিব কর আমাকে। ইতি তুমারই একান্ত বিশাসি বিয়াকুফ।
পিএসঃ অশালিন ও গালিবাজ মন্তব্যকারিদের ফুটবলের মত পাচায় লাথাইয়া গড়াইতে গড়াইতে আমার ব্লগ থেকে বের করে দেওয়া হইবে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





