প্রিয় বঙ্গবন্ধু
--বিলাল মাহিনী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তুমি খোদা রহমানের সেরা দান।
তুমি প্রস্ফুটিত গোলাপ ফুল
তোমার সুবাস বইছে আজো নদীর একূল ওকূল।
তুমি পঙ্খিরাজ সুরেলা কোকিল
তব সুরে বিমোহিত বিশ্বময় সুশীল।
তোমার উদ্ভাসে অমাবশ্যার ঢের কালো রাত
ফিরে পেলো নতুন সূর্য, করে শোষক নিপাত।
তুমি চৈত্র সূর্যের উষ্ণ উত্তাপ
তব খরতাপে পুড়েছিল পাক কালো সাপ।
তুমি হ্যামিলিয়নের জাদু, শ্যামের বাঁশরী
তোমার সুরবীনায় মাতোয়ারা কিশোর বিশ্বজয়ী।
তুমি মানব দরদী, মহানায়ক সাম্যের
আপোষহীন নেতা তুমি, দ্রোহ অন্যায়ের।
তুমি নজরুলের বিদ্রোহী চেতনা কাব্য
বিজয়ী বীর তুমি, হওনি কভু নত।
তুমি প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তুমি খোদা রহমানের বিশ্বসেরা দান।
২৩-০৭-২০১৮


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


