আমাদের মল বাবুকে যে তার ছাত্রলীগ আর আওউয়ামিলিগ বাঁচাতে পারতেছে না ভেবে ভালো লাগতেছে।সাইদের বিচার এর যে কি হচ্ছে!!কোন কাভার পাচ্ছিনা কারো।বর্তমানের ঘটনা নিয়ে কাল মানববন্ধন।সফল হোক মানব বন্ধন।শুভকামনা।
রাগ ইমন আপুর একটা পোস্ট এসেছে তা খুব ভালো।কিন্তু স্টিকি হলেই বাগড়া বেজে যাবে সামুর ভুমিকা নিয়ে।শতশত ব্লগার কিছুদিন আগে চিল্লাইছি,অনেক পোস্ট আসছে এক শিক্ষককে সাহায্য করা নিয়ে।কিন্তু সামুর ঘুম ভাঙে নাই।
দেখা যাক সামু সাধারন ব্লগারদের নাকি এলিট শ্রেণীর শুধু।শুধু এলিট শ্রেণী আর কিছু নারী ব্লগারদের (সাথে আরও কিছু নাস্তিক আর বিশেষ মহল আছে) দাপটে চলে।
আমিও চাই পোস্ট স্তিকি হোক বিশেষ করে রাগ ইমন আপুর পোস্ট টি।আমার ক্ষোভ সামুর উপর মাঝখানে ঐ শিক্ষককে সাহায্য করা নিয়ে পোস্ট স্তিকি না করাতে।
বিশেষ দ্রষ্টব্যঃ জানিনা কে কি বুঝে কত গালাইবে,হয়ত আমাকেও মল বাবুর দলে ফালাইবে।কিন্তু কি বুঝাইতে চাইছি তা বুঝে মন্তব্য করলে খুশি হব।যারা সামুতে নিয়মিত কি ঘটছে খেয়াল করেন তারা পোস্টের মর্মার্থ বুঝতে পারবেন।আশা করি ভুল বুঝবেন না।আমি ঘুমাইলাম।যার যা বলার বলে রাখুন।কাল সাড়ে সাতটায় অফিসে রউনা দিতে হবে।সকালেই জবাব পাবেন
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১১ রাত ২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



