অবদমিত যৌবন আসলেই খুব খারাপ জিনিস।২৪,২৫ বছরের পোলাপান সামর্থ্যের কারনে বিয়া করতে পারে না।কারন,বউ পালা আর হাতি পালার মাঝে পার্থক্য খুব কম।স্বীকার করুন আর না করুন এটা সত্য।
বিয়া করতে পারতেছে না,যৌন আকাঙ্খাও আছে,সে অবস্থায় প্রমিকায় হয় প্রকাশ মাধ্যম।
প্রমিকার কাছে যৌন আকাঙ্খা প্রকাশ করলেই ,"তুমি আমার মন চাওনা,দেহ চাও"
প্রমিক বেচারা পড়ে মহা বিপদে।শেষে নিজে কঠোর হয়।আর কিছু প্রকাশ করে না।
এদিকে প্রমিকারও তো কুরকুরি আছে,মাদকতা কন্ঠে বলবে,"তোমাকে ফিল করি ,মিস করতেছি।"
ছেলে এবার চুপ ,কারন চায়না আগের মত বাজে কথা শুনতে।তখন মেয়ের অভিযোগ ,"তুমি আমার অনুভূতির দাম দাও না,আমার কোন মূল্য নাই ,হেন তেন"
যুবক পোলারা করবে টা কি ?কোন দিকেই যাবার উপায় নাই।:-|
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



