আমি ধোয়া তুলসি পাতা না বা জীবনে একবার প্রেম এই মন্ত্রে বিশ্বাসী না।তবে আমার মন মানসিকতার মারাত্মক নিন্মমুখি গমনে খুবি চিন্তিত।তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।
স্কুল লাইফে একজনকে খুব ভাল লাগত।আমার বান্ধবী।সবাই জানত আমি পছন্দ করি এমনকি মেয়েটি কে কিন্তু বলা হয় নাই।বলি নাই এর কারনের ভিতর ছিল ,অনেক ছেলে সাথে অতিরিক্ত মাখামাখি।এটা মানতে পারতাম না।আর বাচ্চাকালের বিষয়।খালি ভাবতাম ,আমি এর থেকে ভাল কিছু আশা করি।নিজকে অনেক ভাল ভাবতাম।হয়ত ছিলাম।
(মেয়েটি প্রেম করে বিয়ে,বাচ্চা হইছে কিন্তু ডিভোর্স পথে,কারন ওইটাই বহুত ছেলে সাথে .।.।.।.।।)
এরপর প্রেমে পরতে লাগছে পাঁচ বছর।সমবয়সী ।ভার্সিটি লাইফে।কিন্তু চরম ধরা খেলাম।অনেক ক্ষেত্রে আমার উদাসিনতা ছিল কিন্তু মেয়েটি আমার লাইফটা সেস করে দেয়।সে তার আগের প্রেমিক সাথে সম্পর্কের মাঝেও যোগাযোগ রাখছে, বলতে গেলে দুই প্রেম চালাইছে।এক সময় আগেরজনের সাথে অবশ্য যোগাযোগ বন্ধ হয় ।অনেক সহ্য করতাম কারন বেশ ভালবাসতাম। বন্ধু বান্ধব থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল।বান্ধবী সজ্জ করতে পারে না কিন্তু তার নিজের আছে বন্ধু বেশ।নিজের বলে কিছু থাক্ত না।সব কিছু জেন তার কথায়।চাকুরি জিবনে ঢুকলাম । কম বেতন প্রথমে,কিন্তু সে ভার্সিটি শিক্ষকের প্রতি দুরবল হয়ে পরছে।সম্ভবত বিয়ের দিকে যাচ্ছে।
দ্বিতীয় এই ধাক্কা আমার মানসিক অবস্থা খারাপ করে দেয়।দুই মাস ভিতর আর একটা প্রেম।মেয়েটার আগের প্রেমিক ছিল।পুরা কনভেন্স করতে জা করতে হয় করছি।মেয়েটি এখন আমার জন্য পাগল।আমার তিন বছর ছোট।
কিন্তু ৫ মাসের ভিতর মেয়েটির অনেক কিছুই আমার কাছে বিরক্ত লাগে জা আগে লাগত না।সম্পূর্ণ ভিতরে ভিতরে।অনেক স্বাভাবিক বিষয় ভিতরে নেভেতিভ অনেক কিছু তৈরি করতেছে।ওর কিছু দোষ ত আছেই জা আমি মেনে নিতাম কিন্তু এখন তা বিরক্তি তৈরি করতেছে তবে খুব বেশি না।এসবের বহিঃপ্রকাশ নাই এখন ও।
আমি বুঝতেছি না এই মুহুরতে কি করা উচিত।তবে মেয়েটিকে আমি অনেক ভালবাসি।বেশ দুরবল আমিও।তবে চাইনা উলটাপালটা কিছু হয়ে যাক।চিন্তাই আছি।আমার মানসিক স্থিতিশিলতা দরকার।এখানে উল্লেখ্য আমি এক বছর হয়ে গেল চাকুরি জীবনে আর মেয়েটি মাত্র অনার্স থার্ড ইয়ারে উঠল।
(দয়া করে উল্টাপাল্টা মন্তব্য করবেন না)
আমি তাকে প্রতারিত করতে চাই না কিন্তু আমার মানসিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে তা বুঝতে পারতেছি।
বিয়ে করার পরামরশ দিবেন না।দুই/আড়াই বছর পরে বিয়া করব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



