পর্ব-১
কি লিখবো কাব্যে
যখন কলমে ঝড়ে রক্ত
সারা পৃথিবীর বঞ্চিত, হত মানুষের রক্ত. . .
নির্যাতিত মানুষের পরিচয় এক।
তাদের কোন ধর্ম নেই, সাদা-কালো নেই
এশিয়ান, আফ্রিকান, ইউরোপিয়ান জাতভেদ নেই
তারা মজলুম। তারা নির্যাতিত। তারা অধিকার বঞ্চিত।
আরাকান, ফিলিস্তিন, কাশ্মীর
ইরাক, সিরিয়া, ইয়েমেন, বসনিয়া, উইঘুর,
মিন্দানাও : ভয়ার্ত, আতংকিত, অশ্রুভারাক্রান্ত পৃথিবীর মূখ।
জীবন যেন এক জ্বলন্ত অভিশাপ
বারুদের গন্ধে দিনরাত, আগুন, অস্ত্র বিভীষিকা
প্রতি মুহুর্তে অনিশ্চয়তার পল, বেঁচে থাকাটাই মিরাকল।
সভ্যতার এ কোন উচ্চমার্গ? সভ্যের অসভ্য মিথ্যে সুশীল সন্ত্রাস!
পর্ব-১.১
কি লিখবো কাব্যে
যখন অদৃশ্য মহামারী আতংক
লাশের পর লাশের ভারে ভারাক্রান্ত সভ্যতা . . .
স্বদেশের কথা
বালাই ষাট! বলে কি গুম হবো নাকি
চেতনার বর্ণান্ধ ষাড় গুতোয় করোনাতংকের চে ভয়াবহতায়
মাটি কামড়ে পড়ে থাকা
আমজনতার দীর্ঘনি:শ্বাস জমছে মহাকালে
করোনার অদৃশ্য শেকল, স্বৈরাচারিতার অদৃশ্য শেকল বাঁধা;
সার্ধশত বৎসরের সার্বজনীনতা বদলে যায় -দলান্ধতায়
মহাকালের মহাসময় সমাগত
গভীর নিম্নচাপে যখন ফুঁসে উঠবে গণসমুদ্র
মৃত্যুর ভয়হীন অগ্নিচোখে ফুটবে ক্রোধের অনল
উড়ে যাবে সব বাঁধা
ধ্বসে যাবে প্রাসাদ, ক্ষমতার সাধ, বাঁধ
পঙ্গপালের মতো ধেয়ে আসবে কোনা কোনা হতে- - -
মহাকালে এমন শত প্রস্থানের মিথ দেখেও শিখলো কে কবে?
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০২১ দুপুর ১:১৬