একুশ: শির উঁচু করে বাঁচবার অঙ্গিকার
একুশ শুধুএকটি দিন নয়
একুশ মধ্যরাতের প্রথম প্রহর নয়
একুশ আয়নায় নিজেকে দেখা-
একুশ জীবন যাপনের অংকিত চেতন রেখা।
একুশ আত্মমর্যাদার,
একুশ আত্মপরিচয় জাগৃতির;
একুশ অবগাহনের শুদ্ধতা স্নান
একুশের চেতনায়, স্বকীয়তা আঁকা।
একুশ সার্বভৌমত্বের
একুশ জাত্যাভিমানের
একুশ সার্বজনীনতার বর্ণমালা
একুশ অধিকার, স্বাধীকারের মেলা ।
একুশ দূরন্ত কালবোশেখি
একুশ তছনছ করে দেয়া মুখ ও মুখোশ
একুশ হৃদয়ে ৫২’র শুদ্ধ আবেশ-
একুশ রক্তস্নাত পবিত্র... বাকিটুকু পড়ুন
