ওরা জানে না দেহ ঝাঁঝরা হলেই সব শেষ হয় না।
ওরা জানে না পুরুত্তোম পুরুষ নিহত হন না
ওরা জানে না একজন বঙ্গবন্ধুকে মুছে ফেলা যায় না
বুলেট তো লাগে দেহে, কিন্তু হৃদয়ে থাকে চেতনা !
ওরা জানে না- চেতনাকে হত্যা করা যায় না।
পরাধীনতার গ্লানি থেকে স্বাধীনতার ময়ূর পালক
জাতির কপালে তুলে দিয়েছিলেন – অমর নায়ক
বিশ্বের বুকে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মানচিত্র
হৃদয়ের আকাশে ওড়া পতপতে লাল সবুজের পতাকা
ওরা বুঝলো না- ইতিহাস মুছে দেয়া যায় না।
ওরা জানে না ইতিহাস শক্তির মদমত্ততায় রচে না
ওরা জানে না জুলুম কখনো বিনাবিচারে পার পায় না
ওরা জানে না সময়ের ন্যায়বিচার থেকে কেউ বাঁচে না
বন্ধুকের নলে ক্ষমতা ক্ষনিকের, চিরদিন থাকে না।
নিয়তির কি পরিহাস, নিয়তি থেকে কেউ শিক্ষা নেয় না।
অভিমুন্যচক্রবুহ্যে বারবার ঘটে ইতিহাসের পুনরাবৃত্তি
মহাকালের গর্ভে বিলীন হয় সময়ের খলনায়কেরা
প্রকৃতির নিত্যতায় সত্য প্রতিষ্ঠিত হয় আপন মহিমায়
পনেরই আগষ্ট দাড়িয়ে রয় মাইলফলক যাতনায়
ইতিহাসের ট্র্যাজিডি - ইতিহাস থেকে কেউ শেখে না।।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২১ রাত ৮:৫৯