একাত্তরের সদ্যোজাত শিশু আর স্ব-দেশ
বেড়ে ওঠে এক সাথে,
অবোধ শৈশবের নৃশংসতা পেরিয়ে
কৈশোরের উচ্ছাসে তারুন্যে স্বপ্ন ভঙ্গ...
যৌবনের অফুরান স্বপ্ন
প্রৌঢ়ত্বের চিলেকোঠায় আজ বিষন্ন;
ছয় দফা, ছয় মৌলিক অধিকার
খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন
সেলুলয়েডে ভাসে পুরো জীবন
পঞ্চাশ পেরিয়ে মেলি পাওয়া-নাপাওয়ার খেরোখাতা।
অভিমুন্যের চক্রবুহ্যে ফেঁসে যায় অগণন স্বপ্ন
মুক্তির সূর্য বেনিয়ার কর্পোরেট খাঁচায়
সু-বোধ পলাতক। নিজভুমে পরবাসী
রাতের আলো ঝলমল সজ্জ্বা ভ্রুকুটে হাসে!
বিত্ত বিলাসের আড়ালে নীতিকথার তোড়
ক্ষমতা, দম্ভ আর নষ্ট-ভ্রষ্টর উলম্ফনে
মাথা নুইয়ে কায়ক্লেশে যুধিষ্টির;
পা টেনেটেনে পথচলে- মুক্তির স্বপ্ন বুকে।
স্বাধীনতা এক অনন্ত ফিনিক্স চেতনা
গণতন্ত্র, বাক-স্বাধীনতা, মানবাধিকার, স্বপ্ন
বাঁচিয়ে রাখে, বেঁচে থাকে
তুষের আগুন-ধিকি ধিকি জ্বলে অবিরাম।।
রক্তে নাচন তোলে সাতই মার্চ
অনন্ত মুক্তিযুদ্ধ ডাকে আবার- তোলো হাতিয়ার,
একাত্তরের বিজয়ী হে বীর, চলো এবার
মুক্তিযুদ্ধে- “স্বাধীনতা রক্ষার”।।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫২