দলান্ধ চেতনার আফিম ঘোর কাটলে, এসো
মা মাটি মানুষেরে ভালবাসলে, এসো
পলায়নপর মনোবৃত্তির মৃত্যু হলে, এসো
সাদাকে সাদা কালোকে কাল বলতে শিখলে, এসো
আবার হোক
লড়াই,
আবার হোক
মুক্তি সংগ্রাম;
মা, মাটি আর মানুষের
গণতন্ত্র, মানবতা আর মনুষ্যত্বের।
লুটপাট আর দূর্নীতি খোলা চোখে দেখলে, এসো
উন্নয়নের মিছে মোহ কাটলে, এসো
মত প্রকাশের স্বাধীনতা চাইলে, এসো
মৌলিক মানবাধিকার স্বীকার করলে, এসো
আবার হোক
একাত্তর,
আবার হোক
মুক্তিযুদ্ধ;
সার্বভৌমত্ব, আত্মমর্যাদা রক্ষা
আর পূর্ণ স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির।।