এভাবে কেউ চলে যায়?
অমন হুটকরে
কি এত তাড়া ছিল যাবার?
কিংবা হৃদয় ভরা বেদনার ভার!!
তর সইলো না যে বড়!
একেবারে কাউকে না বলে কয়ে
টুক পলান্তি খেলতে গিয়ে
একেবারেই লুকিয়ে গেলে??
দেখো সবাই কত কষ্ট পাচ্ছে
বেদনার নীলে মুহ্যমান
অথচ-হারিয়ে গেলে
সূখ-দু:খ কিছুই ছোঁয়না আর!
মহাকালে আমরা সত্যিই কত অসহায়
দেহ ঘড়ির দম ফুরালে
কত স্বপ্ন, কত অপূর্ণতা..কত আশা...
সব ফেলেই কেমন চলে যেতে হয়!
ইশশ যেতে যেতে যেতে যেতে
কি যে নীল কষ্টরা ছুঁয়ে রয়---
অথচ বলার সময়টুকুও রয় না
অনুভবের গভীরে কেবলই প্রলম্বিত দীর্ঘশ্বাস।।
ওপারে ভালো থেকো `হে বিরহের কবি'
বেদনারা বদলে যাক সুখের ফুল হয়ে,
সবুজ বাগানে নীল পাখিদের ওড়াওড়িতে
লেখো নতুন কাব্য-সূখি জন্মান্তরের প্রার্থনায়।।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:২৫